Celebrity Couples Pregnancy on Festival

৫০ পেরিয়ে ফের বাবা হলেন কাঞ্চন! শ্রীময়ীর মতো যে তারকারা সুখবর দিলেন উৎসবের মরসুমে

কেউ দিন গুনছেন নতুন অতিথির আগমনের, তো কারও আলোর উৎসবেই কোল আলো করে এল একরত্তি! চলতি বছরের উৎসবের মরসুম একটু বেশিই স্মরণীয় হয়ে থাকবে কিছু তারকার জন্য। কারা কারা দিলেন সুখবর?

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ২২:৪৭
Share:
০১ ১৩

কেউ দিন গুনছেন নতুন অতিথির আগমনের, তো কারও আলোর উৎসবেই কোল আলো করে এল একরত্তি! চলতি বছরের উৎসবের মরসুম একটু বেশিই স্মরণীয় হয়ে থাকবে কিছু তারকার জন্য। যেমন সদ্যই কন্যা সন্তানের আগমনের সংবাদ দিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টোরাজ। তারকা দম্পতির মতো আর কারা কারা দিলেন সুখবর?

০২ ১৩

কালীপুজোর পরেই কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের বাড়িতে কন্যাসন্তান! আলোর উৎসবে যেন ঘর আলো করে লক্ষ্মীর আগমন।

Advertisement
০৩ ১৩

২০২৪ সালের দীপাবলি সত্যিই স্মরণীয় হয়ে থাকবে তারকা-দম্পতির কাছে। দ্বিতীয় বার বাবা হলেন অভিনেতা কাঞ্চন।

০৪ ১৩

অন্য দিকে দ্বিতীয় সন্তানের প্রহর গুনছেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী কোয়েল মল্লিক। ২০২০ সালে প্রথম সন্তান কবীরের জন্ম।

০৫ ১৩

এবার দ্বিতীয়বার মাতৃত্বের পরশ! মহালয়ার পরের দিনই স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখের ছবি দিয়ে লেখেন, ‘পরিবার বড় হতে চলেছে। খুব শীঘ্রই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।’

০৬ ১৩

লন্ডন চলচ্চিত্র উৎসবে হাজির হতেই মধ্যমণি রাধিকা আপ্তে। স্পষ্ট বেবি বাম্প, কিন্তু ফ্যাশনে ভাটা পড়তে দেননি অভিনেত্রী।

০৭ ১৩

নেটপাড়ার বাসিন্দাদের আর বুঝতে বেগ পেতে হয়নি যে শীঘ্রই মা হতে চলেছেন বলিউড তারকা।

০৮ ১৩

মাসাবা গুপ্তা- নবরাত্রিতেই এসেছিল সুখবর! কন্যাসন্তানের মা-বাবা হলেন মাসাবা গুপ্তা-সত্যদীপ মিশ্র।

০৯ ১৩

গত ১১ অক্টোবর, নবরাত্রির নবমী তিথিতে তাঁদের কোলে ফুটফুটে এক কন্যা এসেছে। ১২ অক্টোবর তাঁরা সেই খবর প্রকাশ্যে আনেন।

১০ ১৩

দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন হলিউড তারকা জেনিফার লরেন্স। ভারতে যখন উৎসবের মরসুম, বিদেশ থেকেও এল সুখবর।

১১ ১৩

গত অক্টোবর মাসেই সুখবর প্রকাশ্যে এনেছেন অস্কার-জয়ী অভিনেত্রী। এখন কেবল সময়ের অপেক্ষা।

১২ ১৩

অগস্ট মাসেই বিবাহ সেরেছিলেন তাঁরা, ভারতে যখন পুজোর মাস, তখনই এল সুখবর। অন্তঃসত্ত্বা ব্রিটিশ অভিনেত্রী ও মডেল এমি জ্যাকসন।

১৩ ১৩

সমাজমাধ্যমে সদ্যই নিজের বেবিবাম্পের ছবি প্রকাশ্যে এনে এমি লিখেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না ছোট্ট জ্যাকসন-ওয়েস্টউইকের জন্য। সব কিছু কত সুন্দর।’ এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement