অরুন্ধতী রায়। —ফাইল চিত্র।
৪৫তম ‘প্রি অয়রোপিন দ্য লেসাই’ পুরস্কার পেলেন ভারতীয় সাহিত্যিক
অরুন্ধতী রায়। ভারতীয় লেখকদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কারে
ভূষিত হলেন।
তাঁর লেখা ‘আজ়াদি: ফ্রিডম, ফ্যাসিজ়ম, ফিকশন’ বইটির ফরাসি অনুবাদ এই শিরোপা পেয়েছে। ভারতীয় টাকায় পুরস্কারের মূল্য প্রায় ১৮ লক্ষ। জুন মাসে পুরস্কার প্রাপক হিসেবে অরুন্ধতীর নাম ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার সুইৎজ়ারল্যান্ডের লোজ়ানে ছিল সেই অনুষ্ঠান।
বিচারকমণ্ডলী একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘অরুন্ধতী রায় প্রবন্ধকে হাতিয়ার করে লড়েছেন। আজকের জীবনে অন্যতম বড় সমস্যা ফ্যাসিজ়মের স্বরূপ উদ্ঘাটন করেছেন নানা স্তরে। বহু মানুষের কাছে তাঁর প্রবন্ধগুলি আশ্রয়ের মতো।’