কেনেথ ব্যালেনেগার। — ফাইল চিত্র।
প্যালেস্তানীয়দের নিয়ে কুমন্তব্য করায়, নিজের প্রতিষ্ঠাতাকেও রেয়াত করল না এক সংস্থা। আমেরিকার একটি মূলধনী সংস্থা চরম পদক্ষেপ করল তাদের অন্যতম শীর্ষ কর্তার বিরুদ্ধে। তাঁর মন্তব্য কর্তৃপক্ষের কানে পৌঁছতেই তাঁকে বরখাস্ত করা হল তাঁর পদ থেকে। এক কালে যে সংস্থা নিজে প্রতিষ্ঠা করেছিলেন, তারাই জানিয়ে দিল, এই ধরনের মন্তব্যকারীদের কোনও জায়গা নেই তাদের সংস্থায়।
সদ্য চাকরিচ্যুত প্রতিষ্ঠাতার নাম কেনেথ ব্যালেনেগার। কেনেথ সম্প্রতি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখেছিলেন, তিনি মনে করেন, ‘‘যুদ্ধ শেষ হওয়ার পর ইজ়রায়েলের উচিত প্যালেস্তিনীয়দের সঙ্গে সেই আচরণ করা, যেমন জিনজিয়াং প্রদেশের সঙ্গে চিন করেছিল। বিশেষ করে প্যালেস্তিনীয়দের বন্ধত্যকরণ করানো আগে প্রয়োজন। যাতে ভবিষ্যতে তারা আরও সন্তানের জন্ম দিয়ে আরও সন্ত্রাসবাদী তৈরি করতে না পারে।
কেনেথের এই মন্তব্য দ্রুত ইন্টারনেটে ভাইরাল হয়। তাঁরই এক সহকর্মী এ নিয়ে তাঁকে প্রশ্ন করেন। কিছুটা কটাক্ষের সুরেই জানতে চান, ‘‘শুধু বন্ধত্যকরণ! তুমি এর বেশি এগোতে পারলে না?’’ এর জবাবে কেনেথ লেখেন, ‘‘ওরা খরগোশের মতো সন্তান প্রসব করে। কিন্তু বড় হয়ে তো তারা সেই সন্ত্রাসবাদী আর জঙ্গিই তৈরি হবে। ওদের বংশ বিস্তার না হলে পৃথিবীটা আরও বেশি উন্নত হবে বলে আমি মনে করি। ’’
এই দুই মন্তব্যের কথা কেনেথের সংস্থার শীর্ষনেতাদের কানে পৌঁছতেই কেনেথের সঙ্গে দূরত্ব তৈরি করেন তাঁরা। স্পষ্ট বলে দেন, এক জন কর্মী কী বলছে না বলছে, তাতে সংস্থার নীতিগত বদল হয় না। একইসঙ্গে জানিয়ে দেয়, কেনেথ ওই সংস্থার একজন শীর্ষ প্রতিষ্ঠাতা হলেও তাঁর আদর্শের সঙ্গে সংস্থা একমত নয়।
এর পরই কেনেথের উপর নেমে আসে শাস্তির খাঁড়া। সংস্থাটি জানিয়ে দেয় এই মন্তব্যের কথা জানা মাত্রই কেনেথকে সংস্থা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।