Iran-Israel Conflict

‘প্রতিরক্ষা বাজেট ২০০ শতাংশ বাড়ানো হবে’! ইজ়রায়েলের সঙ্গে যুদ্ধের আবহে ঘোষণা ইরানের

মঙ্গলবার রাজধানী তেহরানে সাংবাদিক বৈঠক করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের দফতরের মুখপাত্র ফাতেমি মোহাজ়েরানি এ কথা জানিয়েছেন। এই দাবি কার্যকর হলে ইরানের প্রতিরক্ষা বাজেট প্রায় তিনগুণ বাড়বে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ২৩:৩২
Share:

—ফাইল চিত্র।

ইজ়রায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রতিরক্ষা বাজেট ২০০ শতাংশ বাড়ানোর ঘোষণা করল ইরান। মঙ্গলবার রাজধানী তেহরানে সাংবাদিক বৈঠক করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের দফতরের মুখপাত্র ফাতেমি মোহাজ়েরানি এ কথা জানিয়েছেন। এই দাবি কার্যকর হলে ইরানের প্রতিরক্ষা বাজেট প্রায় তিনগুণ বাড়বে।

Advertisement

তবে আর্থিক অঙ্কে প্রতিরক্ষা বাজেটের পরিমাণ কত হতে পারে, সে সম্পর্কে কোনও তথ্য দেননি ফাতেমি। সামরিক পর্যবেক্ষণ এবং গবেষণা সংস্থা ‘স্টকহলম ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’-এর রিপোর্ট জানাচ্ছে, ২০২৩ সালে ইরান সামরিক খাতে প্রায় ১১০০ কোটি ডলার (প্রায় ১ লক্ষ কোটি টাকা) ব্যয় করেছে। এ বার তা প্রায় তিনগুণ হতে চলেছে।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর ইজ়রায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছিলেন লেবাননের সশস্ত্র শিয়া বাহিনী হিজ়বুল্লার প্রধান হাসান নাসরাল্লা। তার জবাবে গত ১ অক্টোবর ইজ়রায়েলি ভূখণ্ডে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছিল ইরান সেনার ‘রেভোলি‌উশনারি গার্ডস অ্যারোস্পেস ফোর্স’। প্রতিশোধ নিতে গত শনিবার ভোরে দু’দফায় ইরানের অন্তত ২০টি ‘লক্ষ্যে’ হামলা চালায় ১০০-র বেশি ইজ়রায়েলি যুদ্ধবিমান।

Advertisement

হামলায় ইরানের বেশ কিছু সামরিক পরিকাঠামো বিশেষত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জ্বালানি উৎপাদন কেন্দ্রের গুরুতর ক্ষতি হয়েছে বলে পশ্চিমা সংবাদমাধ্যমের দাবি। ইজ়রায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, ইরানে নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে ‘সফল’ হামলা চালানো হয়েছে। যুদ্ধবিমান এবং কিছু ক্ষেত্রে ড্রোনের মাধ্যমে ঘটানো হয়েছে বিস্ফোরণ। এই পরিস্থিতিতে ইরান প্রত্যাঘাত করতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন নতুন করে যুদ্ধ শুরু না করা জন্য ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement