Joe Biden

ভিসা নীতি শিথিল আমেরিকার

আমেরিকার বিভিন্ন সংস্থা আরও সহজে বিদেশ থেকে পেশাদার কর্মীদের তাদের সংস্থায় কাজ দিতে পারবে। আর তাতে ভারত এবং চিনের হাজার হাজার তথ্যপ্রযুক্তি কর্মীর আমেরিকায় কাজ পাওয়ার ক্ষেত্রে সুবিধে হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৭
Share:

সিদ্ধান্ত নিল আমেরিকার বিদায়ী জো বাইডেন প্রশাসন। —ফাইল চিত্র।

এইচ-১বি ভিসা নীতি শিথিল করার সিদ্ধান্ত নিল আমেরিকার বিদায়ী জো বাইডেন প্রশাসন। এর ফলে আমেরিকার বিভিন্ন সংস্থা আরও সহজে বিদেশ থেকে পেশাদার কর্মীদের তাদের সংস্থায় কাজ দিতে পারবে। আর তাতে ভারত এবং চিনের হাজার হাজার তথ্যপ্রযুক্তি কর্মীর আমেরিকায় কাজ পাওয়ার ক্ষেত্রে সুবিধে হবে বলে মনে করা হচ্ছে। আমেরিকার হোমল্যান্ড সিকিয়োরিটি দফতরের তরফে মঙ্গলবার এই নীতি বদলের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। হোমল্যান্ড সিকিয়োরিটি দফতর আরও জানিয়েছে, এফ-১ ভিসা নিয়ে যে সব বিদেশি ছাত্রছাত্রী আমেরিকায় পড়তে যান, তাঁরাও চাইলে যথাযথ প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে এইচ-১বি ভিসা পেতে পারবেন। হোমল্যান্ড সিকিয়োরিটি দফতরের সচিব আলেহান্দ্রো এন মায়োরকাসের বক্তব্য, আমেরিকান বাণিজ্যিক সংস্থাগুলি তাদের কাজ সুষ্ঠু ভাবে চালানোর জন্য বিদেশি পেশাদার কর্মীদের উপরে অনেকটাই নির্ভর করে থাকে। তাদের কাজের সুবিধের জন্যই বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement