—প্রতীকী ছবি।
গত মাসেই হংকংয়ে আইনসভার নির্বাচিত চার বেজিং-বিরোধী সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল সেখানকার স্থানীয় প্রশাসন। সেই ঘটনার প্রতিবাদে হংকং আইনসভার গণতন্ত্রকামী সব সদস্যই পদত্যাগের সিদ্ধান্ত নেন। বিষয়টি নিয়ে তখনই ব্রিটেন ও আমেরিকার মতো পশ্চিমী দেশগুলি হংকংয়ের স্থানীয় প্রশাসন ও বেজিংয়ের কড়া সমালোচনা করেছিল। এ বার সেই বহিষ্কারের সিদ্ধান্তের জন্য বেশ কয়েক জন চিনা আধিকারিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে আমেরিকান প্রশাসন।
বিদায়ী ট্রাম্প প্রশাসনের আধিকারিকেরা জানিয়েছেন, এখনও দিনক্ষণ চূড়ান্ত না হলেও খুব শীঘ্রই ওই নিষেধাজ্ঞা জারি হবে। হংকং তো বটেই চিনা কমিউনিস্ট পার্টির বেশ কিছু আধিকারিকও সেই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন। আমেরিকায় ওই সব আধিকারিকের সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। তাঁদের আমেরিকায় প্রবেশের উপরেও নিষেধাজ্ঞা জারি হওয়ার কথা। মোট ১৪ জন আধিকারিকের নাম তালিকায় রয়েছে।