গত কাল থেকেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বাড়ি তল্লাশির তোড়জোড় চালাচ্ছিল পুলিশ। ফাইল ছবি।
আদালত অন্তর্বর্তী জামিন মঞ্জুরের পরে বাড়ি তল্লাশির আশঙ্কা নিয়ে জ়ামান পার্কে ফিরেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য পুলিশের প্রতিনিধিদল আলাপ-আলোচনার পরেই ফিরে গিয়েছে বলে দাবি পঞ্জাবের তথ্যমন্ত্রীর।
গত কাল থেকেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বাড়ি তল্লাশির তোড়জোড় চালাচ্ছিল পুলিশ। অবশেষে আজ ইমরানের বাড়ি যান লাহোরের পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার, ডিআইজি অপারেশন এবং এসএসপি অপারেশন। তাঁরা ইমরানের সঙ্গে কথা বলেন। তল্লাশির নিয়ম সংক্রান্ত বিষয়ে দু’পক্ষের কথা হলেও রফাসূত্র মেলেনি। এর পরেই সেখান থেকে বেরিয়ে আসে পুলিশের ওই প্রতিনিধিদল। আজই ইমরানের বাড়ি তল্লাশির পরোয়ানা পেয়েছে পুলিশ। পুলিশের দাবি, ৪০ জন সন্ত্রাসবাদী আত্মগোপন করে রয়েছেইমরানের বাড়ি।
আজ ইমরানের বাড়ি তল্লাশির খবর ছড়িয়ে পড়লেও পঞ্জাবের তথ্যমন্ত্রী তা উড়িয়ে দিয়েছেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ইমরানের বাড়ির সামনে মোতায়েন পুলিশ বাহিনী শর্তসাপেক্ষে সরিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছেন। ইমরানের অবশ্য দাবি, প্রশাসনের তরফে তাঁকে আট জন ‘ওয়ান্টেড’-এর নাম দিয়ে বলা হয়েছে, পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য।
প্রতিকূল পরিস্থিতিতে গত কালের পরে আজও একের পর এক নেতা পিটিআই ছেড়েছেন। সেই তালিকায় রয়েছেন প্রাদেশিক মন্ত্রী মুবিন খিলজি, মহম্মদ ইকবাল ওয়াজ়িররা।
ঘরে বাইরে প্রবল চাপের মুখে অধিনায়কসুলভ শেষ বল পর্যন্ত লড়াইয়ের বার্তা দিয়েছেন ইমরান। সঙ্গে ফের তাঁর অভিযোগ, সন্ত্রাসের রাজত্ব চলছে। আজই তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ ২ জুন পর্যন্ত বাড়িয়েছে লাহোরের সন্ত্রাসদমন আদালত। তিনটি মামলায় অন্তর্বর্তী জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি। তার মধ্যে একটি লাহোরে কোর কমান্ডারের বাংলোয় হামলা সংক্রান্ত মামলায়।