Russia-Ukraine War

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হত ৫০০ শিশু-সহ ৯ হাজার

পাঁচশো দিন পেরিয়েও দ্বন্দ্ব শেষের কোনও লক্ষণ নেই। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৯ হাজার সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচশোটি শিশু।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ০৮:১০
Share:

—প্রতীকী চিত্র।

ইউক্রেনে রুশ আগ্রাসন আজ ৫০০ দিন ছাড়াল। এ যুদ্ধে সকলকে চমকে দিয়েছিল কৃষ্ণসাগরের তীরে স্নেক আইল্যান্ড। ছোট্ট দ্বীপটি আটকে দিয়েছিল রুশ কনভয়। যুদ্ধের ৫০০তম দিনে তাই এই দ্বীপে প্রতীকি সফরে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। বললেন, ‘‘এই দ্বীপ কোনও দিন ছিনিয়ে নিতে পারবে না দখলদাররা।’’

Advertisement

আজ যুদ্ধ নিয়ে ফের সরব হয়েছে রাষ্ট্রপুঞ্জ। পাঁচশো দিন পেরিয়েও দ্বন্দ্ব শেষের কোনও লক্ষণ নেই। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৯ হাজার সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচশোটি শিশু। তবে এ সবই খাতায়কলমে থাকা হিসেব। রাষ্ট্রপুঞ্জের ‘মানবাধিকার পর্যবেক্ষণকারী অভিযান’-এর তরফে জানানো হয়েছে, আসল নিহতের সংখ্যা অনেক বেশি। সংগঠনটির উপ-প্রধান নোয়েল ক্যালহন বলেন, ‘‘আজ আরও একটা দুঃখের মাইলস্টোন পেরোচ্ছি আমরা। সাধারণ মানুষের প্রাণহানির আরও বাড়বে। কারণ যুদ্ধের এখনও শেষ দেখা যাচ্ছে না।’’

এ বছর হতাহত গত বছরের তুলনায় কিছুটা কম। ২৭ জুন ক্ষেপণাস্ত্র হানায় ১৩ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। এর মধ্যে ৪টি শিশু ছিল। সম্প্রতি যুদ্ধক্ষেত্র থেকে বেশ অনেকটা দূরে লিভিভ শহরে রুশ হামলার পরে ১০টি দেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবারের ওই হামলায় ৩৭ জন জখম হয়েছিলেন। ৫০টিরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। লিভিভ পলিটেকনিক ইউনিভার্সিটির ডর্মিটরির একাংশ ভেঙে পড়েছে। স্নেক আইল্যান্ড থেকে জ়েলেনস্কি দেশবাসীর উদ্দেশে বলেছে, ‘‘এই যুদ্ধের সমস্ত সৈনিককে ধন্যবাদ লড়াই চালিয়ে যাওয়ার জন্য।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement