AI Video of Food

টুকটুকে লাল টম্যাটো সসে, আলগোছে নেচে বেড়াচ্ছে কুড়মুড়ে আলু ভাজা! ভিডিয়ো বানাল এআই

ফ্রেঞ্চ ফ্রাই বা কুড়মুড়ে আলুভাজা খেতে ভাল বাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এ বার খাদ্যপ্রেমীদের প্রিয় সেই খাবার নিয়েই ভিডিয়ো তৈরি করেছে এআই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৪ ২০:১৯
Share:

ছবি : ইনস্টাগ্রাম।

সোনালি আভার সাদা মুচমুচে চেহারার ফ্রেঞ্চ ফ্রাই। সেই চেহারা বেয়ে গড়িয়ে নামছে তার যোগ্য সঙ্গত— টুকটুকে লাল টমেটো সস। ফ্রেঞ্চ ফ্রাই তার হিলহিলে চেহারা নিয়ে ঘুরে ফিরে নাচছে সেই টমোটো সসের গালচেয়। তার পায়ের ছন্দে ছিটকে উঠছে সস। গিয়ে লাগছে বাটিতে থাকা অন্য ফ্রেঞ্চ ফ্রাইদের গায়ে। ‘নর্তকী’ ফ্রেঞ্চ ফ্রাইয়ের অবশ্য সেদিকে খেয়ালই নেই। সে নেচেই চলেছে নিজের ছন্দে।

Advertisement

ফ্রেঞ্চ ফ্রাই বা কুড়মুড়ে আলুভাজা খেতে ভাল বাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এ বার খাদ্যপ্রেমীদের প্রিয় সেই খাবার নিয়েই ভিডিয়ো তৈরি করেছে এআই। কিছুদিন আগে স্প্যাগেটি দিয়ে এমনই একটি নাচের ভিডিয়ো নেটাগরিকদের মন জয় করেছিল। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম মেধার প্রযুক্তিতে বানানো সেই ভিডিয়ো ‘হিট’ হতেই খাবারের নাচের নতুন ভিডিয়ো ভাইরাল হয়েছে।

এআইয়ের তৈরি এই ভিডিয়োটিরও প্রশংসাই করছেন সকলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement