বাঁ দিক থেকে, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স।
চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রফাসূত্র মেনে ইউক্রেনের সঙ্গে শান্তিবৈঠকে রাজি রাশিয়া। চিনা সংবাদমাধ্যম শিনহুয়াকে দেওয়ার এক সাক্ষাৎকারে বুধবার এ কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘‘শান্তি ফেরানোর জন্য আমরা আলোচনায় বসতে রাজি।’’
জিনপিংয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে বৃহস্পতিবার চিন সফরে রওনা হচ্ছেন পুতিন। তার আগে শিনহুয়াকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর মন্তব্য, ‘‘দু’বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন সঙ্কটের সমাধানে আলোচনার জন্য পথ খোলা রেখেছে মস্কো। ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে চিনের পরিকল্পনায় তাঁর সমর্থন রয়েছে। ঘটনাচক্রে, আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের ইউক্রেন সফরের মধ্যেই এই মন্তব্য করলেন পুতিন।
আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্য জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজ়ের সঙ্গে বৈঠকে কয়েক মাস আগে বৈঠকে বসে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ১২ দফার সমঝোতা সূত্র দিয়েছিলেন জিনপিং। শিনহুয়াকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘‘সঙ্কটের কারণ এবং বিশ্ব রাজনীতির পরিস্থিতি বেজিং ভাল ভাবেই জানে। তাদের শান্তি প্রস্তাবে আমাদের সমর্থন রয়েছে।’’
প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পুতিনবাহিনীর হামলা শুরু ইস্তক কোনও আন্তর্জাতিক মঞ্চে মস্কোর পক্ষে বা বিপক্ষে একটিও কথা বলেননি চিনা প্রেসিডেন্ট জিনপিং। তবে উজবেকিস্তানের সমরখন্দে শাংহাই কোঅপারেশনের শীর্ষ সম্মেলনে পুতিনের পাশে দাঁড়িয়ে ‘আন্তর্জাতিক অস্থির পরিস্থিতিতে শান্তি ও সুস্থিতি ফেরানো’র পক্ষে সওয়াল করেছিলেন। ওই শীর্ষ সম্মেলনে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠকে পুতিনকে বলেছিলেন, ‘‘এটা যুদ্ধের সময় নয়।’’