International News

শুল্ক-যুদ্ধে দাঁড়ি টানার বার্তা দিল চিন, মার্কিন পণ্যে চাপছে না বাড়তি শুল্কের বোঝা, জানাল বেজিং

আপাতত তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এ দিন চিনের তরফে জানানো হয়েছে। রবিবার চিনের অর্থমন্ত্রক জানিয়েছে, যে মার্কিন পণ্যগুলির উপর বাড়তি শুল্কের বোঝা চাপানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে, তাদের অন্যতম গাড়ির বিভিন্ন অংশ বা গাড়ির যন্ত্রাংশ।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ ১৪:২৬
Share:

প্রতীকী ছবি।

আমেরিকার সঙ্গে প্রায় দু’বছরের শুল্ক-যুদ্ধে কি এ বার দাঁড়ি টানতে চলেছে চিনও? রবিবার সেই ইঙ্গিতই দিল বেজিং।

Advertisement

দেশে ঢোকা কয়েকটি মার্কিন পণ্যসামগ্রীর উপর বাড়তি শুল্কের বোঝা আপাতত না চাপানোর কথা জানানো হয়েছে বেজিংয়ের তরফে। ১৫ ডিসেম্বর থেকে কয়েকটি মার্কিন পণ্যের উপর বাড়তি ১০ এবং ৫ শতাংশ শুল্কের বোঝা চাপানোর কথা ভেবেছিল বেজিং।

কিন্তু আপাতত তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এ দিন চিনের তরফে জানানো হয়েছে। রবিবার চিনের অর্থমন্ত্রক জানিয়েছে, যে মার্কিন পণ্যগুলির উপর বাড়তি শুল্কের বোঝা চাপানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে, তাদের অন্যতম গাড়ির বিভিন্ন অংশ বা গাড়ির যন্ত্রাংশ।

Advertisement

তবে শুল্ক-যুদ্ধে কিন্তু চিন আগবাড়িয়ে দাঁড়ি টানল না। বরং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাই আগে সে দেশে ঢোকা চিনা পণ্যসামগ্রীর উপর বাড়তি শুল্কের বোঝা না চাপানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। বেজিংয়ের এ দিনের সিদ্ধান্ত তারই পরিপূরক।

চিনের বাণিজ্যমন্ত্রক শুক্রবার জানায়, শুল্ক-যুদ্ধ নিয়ে আমেরিকার সঙ্গে সমঝোতায় পৌঁছনো গিয়েছে। ঠিক হয়েছে, চিনে ব্যবসা করতে আসা মার্কিন সংস্থাগুলির মেধাসত্ত্ব রক্ষা করতে যা যা করণীয় বেজিং সেটা করবে। আর চিনে ঢোকা মার্কিন পণ্যসামগ্রীর উপর শুল্কের বোঝাও ধীরে ধীরে কমানো হবে। তবে এ ব্যাপারে এখনও দু’দেশের মধ্যে কোনও চুক্তি স্বাক্ষরিত হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement