Saif al-Adel

আল কায়দা পেয়ে গিয়েছে লাদেন, জাওয়াহিরির উত্তরসূরি! কে এই সায়েফ আল-আদেল?

আল কায়দায় প্রথম যুগের নেতা আদেলের নাম আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড টেরর লিস্ট’-এ নাম আছে। তাঁর মাথার দাম এক কোটি ডলার!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:০১
Share:

ওসামা বিন লাদেন, আয়মান আল-জাওয়াহিরি এবং সায়েফ আল-আদেল। ফাইল চিত্র।

ওসামা বিন লাদেন, আয়মান আল-জাওয়াহিরির উত্তরসূরি পেয়ে গিয়েছে জঙ্গি সংগঠন আল কায়দা। আমেরিকার সাম্প্রতিক একটি গোয়েন্দা রিপোর্ট জানাচ্ছে, পশ্চিম এশিয়ায় সক্রিয় জঙ্গি নেতা সায়েফ আল-আদেল সংগঠন পরিচালনার দায়িত্ব পেয়েছেন।

Advertisement

গত জুলাইয়ে আফগানিস্তানে ড্রোন হানায় জাওয়াহিরির মৃত্যুর পর থেকেই আল কায়দার পরবর্তী নেতার নাম নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। আমেরিকার গোয়েন্দা বিভাগের ‘পার্সনস অফ ইন্টারেস্ট’ (যাঁদের উপর তারা নজর রাখে) সংক্রান্ত রিপোর্ট জানাচ্ছে, জাওয়াহিরির মতোই জন্মসূত্রে মিশরীয় আদেল আল কায়দার নয়া প্রধান হয়েছেন।

Advertisement

নব্বইয়ের দশকের শেষ পর্বে আফ্রিকার তানজানিয়া এবং কেনিয়ায় আমেরিকার দূতাবাসে হামলার ঘটনার মূল চক্রী ছিলেন আদেল। ওই জোড়া হামলার ঘটনায় ২২০ জন নিহত হয়েছিলেন। পশ্চিমী সংবাদমাধ্যমের দাবি, ২০০১ সালে নিউ ইয়র্কে ৯/১১ হামলার বিরোধী ছিলেন তিনি। আদেলের যুক্তি ছিল— আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালালে তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের ডেরা আল কায়দার হাতছাড়া হবে। পরবর্তী ঘটনাপ্রবাহ বলে দেয়, ইতিহাসের গত চিহ্নিত করার ক্ষেত্রে সে দিন নির্ভুল ছিলেন আদেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement