ভারতীয় দূতাবাস বাঁচাতে রাইফেল হাতে এই প্রাক্তন মুজাহিদ

এঁর নামও আটা। আটা মহম্মদ নুর। আফগানিস্তানের এই প্রাক্তন মুজাহিদ হাতে রাইফেল তুলে নিলেন ভারতীয় দূতাবাসকে জঙ্গি হামলা থেকে বাঁচাতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৬ ২০:০২
Share:

এঁর নামও আটা। আটা মহম্মদ নুর। আফগানিস্তানের এই প্রাক্তন মুজাহিদ হাতে রাইফেল তুলে নিলেন ভারতীয় দূতাবাসকে জঙ্গি হামলা থেকে বাঁচাতে।

Advertisement

রবিবার রাতে আফগানিস্তানের মাজার-ই-শরিফের ভারতীয় কনস্যুলেট চত্বরে হানা দেয় জঙ্গিরা। ২৫ ঘণ্টার লড়াই-এর পর পাঁচ জঙ্গিকে মেরে চত্বর মুক্ত করে আফগান সেনা। আর আফগান সেনার এই লড়াই-এর পাশে অস্ত্র হাতে দাঁড়ালেন আটা মহম্মদ নুর। এই প্রাক্তন মুজাহিদিন এখন বল্খ প্রদেশের গভর্নর। ভারতীয় দূতাবাস বাঁচাতে যেভাবে সামনে নেতৃত্ব দিয়েছে আটা, তাতে অভিভূত আফগানিস্তানের ভারতীয় রাষ্ট্রদূত অমর সিংহ। সংঘর্ষ চলাকালীনই টুইটারে অমর লেখেন, ‘মাজারে অভিযান চালাচ্ছে বিশেষ বাহিনী। গভর্নর আটা নিজে দাঁড়িয়ে সব কিছু দেখছেন।’

পরে আবার টুইট করেন ভারতীয় রাষ্ট্রদূত, ‘বিপদের সময়ের বন্ধু। এই আফগান গভর্নরকে চিনুন। ইনি মাজার এ শরিফে ভারতীয় দূতাবাস রক্ষায় অস্ত্র তুলে নিয়েছিলেন।’

Advertisement

আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের সময় মুজাহিদিন হিসেবে প্রশিক্ষণ নেন আটা। তালিবান শাসনের বিরুদ্ধে গড়ে ওঠা আহমেদ শাহ মাসুদের নর্দার্ন অ্যালায়েন্সে দীর্ঘ দিন কমান্ডার ছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement