তেলের ট্যাঙ্কারের সঙ্গে ২ বাসের সংঘর্ষে হত ৫২ আফগানিস্তানে

একটা তেলের ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ দু’-দু’টি যাত্রীবাহী বাসের। আর তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কম করে ৫২ জনের। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় আরও অন্তত ৭৫ জন যাত্রীকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মে ২০১৬ ১৫:৩২
Share:

একটা তেলের ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ দু’-দু’টি যাত্রীবাহী বাসের।

Advertisement

তাতে একই সঙ্গে দাউ দাউ করে জ্বলতে শুরু করল দু’টি বাস আর তেলের ট্যাঙ্কারটি।

আর তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কম করে ৫২ জনের। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় আরও অন্তত ৭৫ জন যাত্রীকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। তাঁদের মধ্যে অনেকেই পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Advertisement

আরও পড়ুন- রাজস্থানে স্কুলপাঠ্য থেকে বাদ নেহরু, বাদ গাঁধী ঘাতকও!

ঘটনাটি ঘটেছে রবিবার আফগানিস্তানের গজনি প্রদেশে, রাজধানী কাবুল থেকে কন্দহর যাওয়ার পথে জাতীয় সড়কে। বেহাল রাস্তা আর বেপরোয়া গাড়ি চলাচলের জন্য পথ দুর্ঘটনা কার্যত, রোজকার ঘটনা হয়ে উঠেছে আফগানিস্তানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement