Afghanistan Crisis

Afghanistan Crisis: ‘সাড়ে ৩০০ তালিবান খতম করেছি’, বন্দি ৪০, পঞ্জশির থেকে হুঙ্কার মাসুদ বাহিনীর

আমেরিকার সেনা কাবুল ছাড়ার পরেই পঞ্জশিরে হামলা চালিয়েছিল তালিবান। সংঘর্ষে ৭-৮ জন তালিব যোদ্ধার মৃত্যু হয় বলে দাবি করে মাসুদ বাহিনী।

Advertisement

সংবাদ সংস্থা

কাবুল শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১ ১৩:১১
Share:

পঞ্জশিরে ফের পিছু হটল তালিবান ছবি: টুইটার থেকে।

কাবুল-সহ আফগানিস্তানের বাকি সব প্রদেশ তালিবানের দখলে এলেও এখনও স্বাধীন পঞ্জশির। আহমদ মাসুদের নেতৃত্বে নর্দার্ন অ্যালায়েন্স প্রতিরোধ গড়েছে সেখানে। বার বার পঞ্জশির দখল করার চেষ্টা করেও ব্যর্থ হতে হয়েছে তালিব যোদ্ধাদের। ফের এক বার পঞ্জশিরে তালিবান ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে নর্দার্ন অ্যালায়েন্স। ৩৫০ তালিবান সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তারা। আরও ৪০ তালিব যোদ্ধাকে তারা বন্দি করেছে বলেও দাবি মাসুদ বাহিনীর।
বুধবার টুইট করে এ কথা জানিয়েছে নর্দার্ন অ্যালায়েন্স। তারা বলেছে, ‘মঙ্গলবার রাতে খাভাকে যুদ্ধে ৩৫০ তালিব সেনা নিহত হয়েছে। ৪০ জনকে আমরা বন্দি করেছি। তারা জেলে রয়েছে। পুরস্কার স্বরূপ আমেরিকার অনেক গাড়ি ও অস্ত্র পেয়েছি। কম্যান্ডার মুনিব আমিরির নেতৃত্বে এই লড়াই হয়েছে।’

Advertisement

তালিব যোদ্ধারা যে পঞ্জশিরে ঢোকার চেষ্টা করেছে সে কথা টুইট করে জানিয়েছেন টোলো নিউজের এক সাংবাদিক মুসলিম শিরজাদ। তাঁর দাবি, তালিবান সেনা গুলবাহার হয়ে প়ঞ্জশিরে ঢোকার চেষ্টা করছে। লড়াইয়ে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছেন ওই সাংবাদিক। টুইটের সঙ্গে একটি ভিডিয়োও প্রকাশ করেছেন তিনি।

Advertisement

এ দিকে সোমবার রাতে আমেরিকার সেনা কাবুল ছাড়ার পরেই পঞ্জশিরে হামলা চালায় তালিবান। সংঘর্ষে ৭-৮ জন তালিব যোদ্ধার মৃত্যু হয়েছে বলে দাবি করেন মাসুদের মুখপাত্র ফাহিম দাষ্টি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement