Afghanistan

Afghanistan: চাপল বহু শর্ত, আফগানিস্তানে আবার শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি পেল ছাত্রীরা

তালিবান প্রশাসন এই নিয়ে এখনও কোনও সরকারি বিবৃতি জারি করেনি। তবে দেশের শিক্ষা আধিকারিকরা জানিয়েছেন, ছাত্রীদের স্কুলে আসার অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

কাবুল শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ১০:২৪
Share:

ছেলেদের সঙ্গে ক্লাসের বাইরে ভাব জমাতে পারবে কি না তা নিয়ে ধন্দে মেয়েরা। ফাইল চিত্র ।

আফগানিস্তানে আবার এক বার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রবেশাধিকারের সুযোগ পেল মেয়েরা। দ্বিতীয় তালিবান শাসনের পর থেকে এই প্রথম সে দেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি মেয়েদের জন্য খুলে দেওয়া হল। এর ফলে মনে করা হচ্ছে, অনেক অনিশ্চয়তা কাটিয়ে আবার স্কুলের চৌকাঠ পেরোতে পারবে আফগান মেয়েরা।

Advertisement

তালিবান প্রশাসন অবশ্য এই নিয়ে এখনও কোনও সরকারি বিবৃতি জারি করেনি। তবে দেশের শিক্ষা আধিকারিকরা জানিয়েছেন, ছাত্রীদের আবার স্কুলে আসার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু তা শর্তসাপেক্ষ। আধিকারিকেরা জানিয়েছেন, ছেলেদের থেকে আলাদা বসানোর শর্তেই মেয়েদের আবার স্কুলে প্রবেশের অধিকার দেওয়া হচ্ছে।

শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছেলে এবং মেয়েরা আলাদা আলাদা কক্ষে বসে ক্লাস করবে বলেও জানিয়েছেন নানগরহর বিশ্ববিদ্যালয়ের প্রধান খালিল আহমেদ।

Advertisement

শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আলাদা আলাদা বসালেও তারা ছেলেদের সঙ্গে ক্লাসের বাইরে ভাব জমাতে পারবে কি না বা তাদের কোনও পুরুষ শিক্ষক পড়াতে পারবেন কি না তা নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement