জার্মানির একটি পরমাণু গবেষণা কেন্দ্র নিয়ে বেশ কিছু তথ্য জোগাড় করেছিল প্যারিস হামলায় মূল অভিযুক্ত সালাহ আবদেসলাম। বেলজিয়ামের সীমান্তের কাছে এই পরমাণু কেন্দ্রটিতে পারমাণবিক বর্জ্য জমিয়ে রাখা হয়। যদিও এই কথা স্বীকার করেনি কেন্দ্রটি।
তবে জার্মানির সংবাদপত্রগুলি জানাচ্ছে, এই পরমাণু গবেষণা কেন্দ্রটি সম্পর্কে অনেক দিন ধরেই খবরাখবর নিচ্ছিল আবদেসলাম। ইন্টারনেট ঘেঁটে এই বিষয়ে বেশ কিছু প্রিন্টও বার করে সে। তার ব্রাসেলসের ফ্ল্যাট থেকেই সেগুলি পরে উদ্ধার করে গোয়েন্দারা। পরমাণু কেন্দ্রটির চেয়ারম্যানের ছবিও পাওয়া গিয়েছে সেখানে। সংবাদপত্রগুলি এও জানিয়েছে, আবদেসলাম যে পরমাণু কেন্দ্রটির বিষয়ে খোঁজ-খবর নিচ্ছিল তা জানত জার্মানির গোয়েন্দা সংস্থা বিএফফাইভ। সংসদীয় কমিটির কাছে সংস্থাটি তা জানিয়েওছিল। তবে সংবাদপত্রের এই রিপোর্ট উড়িয়ে দিয়েছে গোয়েন্দা সংস্থাটি।
গত মাসে ব্রাসেলস থেকে গ্রেফতার হয় প্যারিস হামলায় প্রধান অভিযুক্ত সালাহ আবদেসলাম। গোয়েন্দারা মনে করছেন, ব্রাসেলস হামলার পিছনেও হাত ছিল তার। যদিও আবদেসলামের আইনজীবী জানিয়েছেন, এই হামলায় জড়িত ছিল না তার মক্কেল।