arrest

হামলা, বিমানবন্দরে ধৃত তরুণী

নির্দিষ্ট পরিমাণের অতিরিক্ত কোনও তরল হাতব্যাগে বা সঙ্গে নিয়ে কেউ বিমানে উঠতে পারেন না। তরুণীর হাত থেকে আপেল জুস সে কারণেই নিয়ে নেন নিরাপত্তারক্ষীরা। তার জেরে রেগে যান মাকিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মে ২০২৩ ০৭:৪৭
Share:

মাকিয়া কোলম্যান (১৯) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতীকী ছবি।

বিমানবন্দরে নিরাপত্তা পরীক্ষার সময়ে তাঁর হাত থেকে আপেল জুস নিয়ে নিয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। তার জেরে ক্ষিপ্ত হয়ে তিন নিরাপত্তারক্ষীর উপরেই হামলা চালালেন মাকিয়া কোলম্যান (১৯) নামে এক তরুণী। সম্প্রতি অ্যারিজ়োনার ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। এই ঘটনার জেরে তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট পরিমাণের অতিরিক্ত কোনও তরল হাতব্যাগে বা সঙ্গে নিয়ে কেউ বিমানে উঠতে পারেন না। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, তরুণীর হাত থেকে আপেল জুস সে কারণেই নিয়ে নেন নিরাপত্তারক্ষীরা। তার জেরে রেগে যান মাকিয়া। ময়লা ফেলার পাত্র থেকে তিনি জুসের প্যাকেটটি কুড়িয়ে নিতে গেলে নিরাপত্তারক্ষীরা বাধা দেন। রেগে গিয়ে তরুণী এক কর্মীর হাতে কামড়ে দেন। অন্য জনের মাথায় আঘাত করেন। তৃতীয় জনের চুল ধরে টেনে হেনস্থা করেন। তরুণীর এলোপাথাড়ি মারের চোটে দুই নিরাপত্তারক্ষীকে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করাতে হয়। এর পরেই গ্রেফতার করা হয় তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement