UK

Bizarre: তাড়িয়ে দিতে পারেন বাড়িওয়ালা, বিচ্ছেদের ভয়ে পোষা বিড়ালকে বিয়েই করে ফেললেন ইনি!

পাত্রী পরেছিলেন একটি সুদৃশ্য কোট। আর পাত্র?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ১০:০৭
Share:

পোষা বিড়ালকে বিয়ে

পোষ্য বিড়ালের নাম ইন্ডিয়া। তাকেই বিয়ে করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের এক বছর চল্লিশের মহিলা। বিয়ে হল পার্কে। পাত্রী ডেবোরাহ হজ পরেছিলেন সুন্দর একটি কোট। আর পাত্র? সোনালি জামা, কালো বো’তে তাকেও মানিয়েছিল বেশ। দু’টিতে বিয়ে সেরে ফেলে এখন নিশ্চিন্ত। বাড়িওয়ালা যে আর তাদের আলাদা করতে পারবে না।
গত কয়েক বছরে অনেক যন্ত্রণা পেয়েছেন ডেবোরাহ।

সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেছেন, আগের বাড়িওয়ালার জন্য দু’টি হাস্কি প্রজাতির কুকুর এবং একটি বিড়ালকে ছেড়ে আসতে হয়েছে। সেই বিচ্ছেদের যন্ত্রণা আজও সামলে উঠতে পারেননি। কিন্তু আর নয়। এখনকার সঙ্গী বিড়ালটিকে তিনি আর হারাতে পারবেন না। তাই একেবারে বিয়েই করে ফেললেন। স্বামী-স্ত্রীকে তো আর আলাদা করতে পারবেন না বাড়িওয়ালা!

Advertisement

ইউরোপীয় দেশগুলিতে বাড়িতে পোষ্য রাখার সমস্যা নতুন নয়। এই নিয়ে বাড়িওয়ালা-ভাড়াটের সমস্যার কথা শোনা যায় প্রায়শই। সেই ‘সমস্যা’র এক অসাধারণ সমাধান বাতলালেন ডেবোরাহ। তাঁর এই সিদ্ধান্তে কেউ তাঁকে উন্মাদ মনে করলেন। অনেকে কুর্নিশও করলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement