USA

গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে কোটিপতি হয়ে গেলেন মহিলা

মেগা মিলিয়নের একটি টিকিট কেটে ফেলেন। সেই টিকিটের ফলাফল বেরতে তিনি দেখেন, তাঁর নম্বরে পুরস্কার জিতেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

কলম্বিয়া শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২০ ২০:১৪
Share:

প্রতীকী চিত্র।

গিয়েছিলেন ভোট দিতে। ফিরলেন লটারি জিতে। এমনই এক অভিজ্ঞতা হল আমেরিকার এক মহিলার। যিনি ভোট দিয়ে ফেরার পথে প্রায় ১৫ কোটি টাকার মালিক হয়ে গেলেন।

Advertisement

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে গিয়েছেন সাউথ ক্যারোলিনার এক মহিলা। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভোট দিয়ে বাড়ি ফেরার পথে একটি পানশালায় দাঁড়ান। সেখানে কয়েক পাত্র পান করার সঙ্গে লটারি কাটার কথাও চিন্তা করেন।

যেমন ভাবা তেমন কাজ। সেখানে মেগা মিলিয়নের একটি টিকিট কেটে ফেলেন। সেই টিকিটের ফলাফল বেরতে তিনি দেখেন, তাঁর নম্বরে পুরস্কার জিতেছেন। তবে প্রথমে তিনি পুরস্কারের অঙ্কটা ঠিক বুঝতে পারেননি, ভাবেন ১ হাজার আমেরিকান ডলার জিতেছেন। কিন্তু তাঁর স্বামীকে টিকিট আর লটারির ফলাফল দেখাতে তিনি বুঝতে পারেন তাঁদের কপালে জুটতে চলেছে ২০ লক্ষ আমেরিকান ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ কোটি ৭৪ লাখ টাকা)।

Advertisement

লটারি জেতার পর ওই মহিলা জানিয়েছেন, এত টাকা নিয়ে তাঁরা কী করবেন তা এখনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি।

আরও পড়ুন: ফুটন্ত তেলে হাত ডুবিয়ে তেলেভাজা ছাঁকছেন মহিলা

আরও পড়ুন: শিকারের পিছু নিয়ে উঁচু লোহার গেট অবলীলায় টপকে গেল চিতাবাঘ, ভাইরাল ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement