প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফাইল চিত্র।
ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আদলে বানানো এক নগ্ন মূর্তি নিয়ে শুরু হল তুমুল গোলমাল। বুধবার ইজরায়েলের তেল আভিভের হাবিমা চৌমাথায় এই মূর্তিকে নিয়ে শুরু হয় চাঞ্চল্য।
হাবিমা চৌমাথার এই মূর্তিটিকে দেখে যেন মনে হচ্ছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নগ্ন অবস্থায় একটি কোণে বসে আছেন। মূর্তিটি নজরে আসার সঙ্গে সঙ্গেই প্রথমে ঢেকে দেওয়া হয়। পরে তেল আভিভ প্রশাসন এই মূর্তি সরিয়ে দেয়। মূর্তি বসানোর পিছনে কাদের হাত রয়েছে, তা খতিয়ে দেখছে প্রশাসন।
২৩ শে মার্চ ইজরায়েলে ভোট। গত দু’বছরে সেখানে চতুর্থবার ভোট হচ্ছে। ঠিক তার আগেই এমন ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে। নেতানিয়াহু ইজরায়েলের সবচেয়ে বেশিদিন ক্ষমতায় রয়েছেন। ১৪ বছরেরও বেশি সময় তিনি এই পদে রয়েছেন।