লন্ডনে ফের হিজাব টেনে হেনস্থার অভিযোগ

গত কয়েক মাসে লন্ডনে একের পর এক জঙ্গি হামলার ঘটনায় এখনও আতঙ্কে শহরবাসী। মে মাসে ম্যাঞ্চেস্টারে এক রক কনসার্টের আত্মঘাতী হামলায় নিহত হন ২২ জন। তারপর লন্ডন ব্রিজে বেপরোয়া গাড়িতে পিষে, ছুরি হামলায় প্রাণ হারান আরও কয়েক জন। ধর্মীয় বিদ্বেষের জেরে হেনস্থার অভিযোগও পাল্লা দিয়ে বেড়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৭ ১০:১০
Share:

প্রতীকী ছবি।

লন্ডনে ফের ধর্মীয় বিদ্বেষের জেরে হেনস্থার অভিযোগ আনলেন এক মহিলা। আনিসো আবদুলকাদির নামে ওই মহিলা টুইটারে জানিয়েছেন, কয়েক দিন আগে লন্ডনের বেকার স্ট্রিট আন্ডারগ্রাউন্ড স্টেশনে মেট্রোর জন্য অপেক্ষা করছিলেন তিনি। সঙ্গে দুই বান্ধবী। আচমকা এক ব্যক্তি তাঁদের উপর চড়াও হয়। আনিসোর মাথার হিজাব টেনে খুলে তাঁর মাথায় ঘুঁষি মারে। পাশাপাশি ওই ব্যক্তি তাঁর এক বান্ধবীকেও নিগ্রহ করে বলে অভিযোগ। টুইটারে পুরো ঘটনাটি লিখে ওই অভিযুক্তের একটি ছবিও পোস্ট করেছেন আনিসো। লন্ডন পুলিশ সূত্রের খবর, মেয়র সাদিক খানের নির্দেশে তারা বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে।

Advertisement

গত কয়েক মাসে লন্ডনে একের পর এক জঙ্গি হামলার ঘটনায় এখনও আতঙ্কে শহরবাসী। মে মাসে ম্যাঞ্চেস্টারে এক রক কনসার্টের আত্মঘাতী হামলায় নিহত হন ২২ জন। তারপর লন্ডন ব্রিজে বেপরোয়া গাড়িতে পিষে, ছুরি হামলায় প্রাণ হারান আরও কয়েক জন। ধর্মীয় বিদ্বেষের জেরে হেনস্থার অভিযোগও পাল্লা দিয়ে বেড়েছে।
রাস্তাঘাট, বিমানবন্দর, শপিংমলে হেনস্থার শিকার হচ্ছেন অ-শ্বেতাঙ্গরা। দেশ ছেড়ে যাওয়ার হুমকি, গালাগালির, হিজাব খুলে দেওয়া, নিগ্রহের অভিযোগও কম নয়।

তবে এ দিনের ঘটনায় অভিযুক্তের তরফে উল্টো প্রতিক্রিয়া মিলেছে। সূত্রের খবর, ওই মহিলা টুইটারে যাঁর ছবি পোস্ট করেছিলেন তাঁর পাল্টা অভিযোগ, বিদ্বেষের জেরে হেনস্থার ঘটনাই সে দিন ঘটেনি। বরং বেকার স্ট্রিট স্টেশনে ওই মহিলারা তাঁর সঙ্গিনীকে আক্রমণ করায় তিনি তা আটকানোর চেষ্টা করেছিলেন মাত্র। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পাল্টা তদন্তের দাবি করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement