মহম্মদ আবেলহামীদ মুকবেল। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
মহম্মদ আবেলহামীদ মুকবেল মাত্র ছ’ বছর বয়স থেকেই ব্যালান্সের খেলায় মেতে ওঠেন। সেই আবেলহামীদ মাত্র ২০ বছর বয়সেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেলেন। তাও আবার এমন এক কীর্তি করে, যা আপনি হয়তো কোনও দিন ভাবতেও পারেন না। একটির উপর একটি করে একাধিক ডিম দাঁড় করিয়ে দিলেন আবেলহামীদ।
অনেকে সমতলে একটি ডিমকেই সোজাসুজি দাঁড় করাতে পারবেন না। আর আবেলহামীদ একটির উপর আর একটি করে তিনটি ডিমকে দাঁড় করিয়ে দিলেন। ভাবছেন এটাও কি সম্ভব? আসলে এই কাজে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হল প্রত্যেকটি ডিমের ভরকেন্দ্রকে একটি সরলরেখায় আনা। আর সেটাই দিনের পর দিন ধৈর্যের সঙ্গে অভ্যাস করে গিয়েছেন আবেলহামীদ।
ইয়েমেনে জন্মানো আবেলহামীদ, বর্তমানে মালয়েশিয়ার কুয়ালা লামপুরে বাসিন্দা। তাঁর এই ডিমের উপর ডিম দাঁড় করানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে গিয়েছে। এই কীর্তি আবেলহামীদ এপ্রিল মাসেই করে ফেলেছেন। বিষয়টি যাচাই করার পর সম্প্রতি তার স্বীকৃতি মিলেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের তরফে।
আরও পড়ুন: মজার ছলে তৈরি করা রাক্ষস, জোম্বি মাস্ক থেকে এখন আয় হাজার হাজার টাকা
আরও পড়ুন: ১৪ দিনের শিশুর গলায় আটকে গেল সেফটিপিন, ত্রাতার ভূমিকায় কনস্টেবল
খিলজি টাইমস জানিয়েছে, এই রেকর্ড করার জন্য কয়েকটি শর্ত ছিল। যেমন, মুরগির টাটকা ডিম হতে হবে, ভাঙা বা ফাটা হলে চলবে না এবং ডিমগুলিকে ওই অবস্থায় অন্তত পাঁচ সেকেন্ড রাখতে হবে। এই সব শর্ত পূর্ণ করে রেকর্ড তৈরি হয়েছে।
দেখুন সেই পোস্ট:
A post shared by Khaleej Times (@khaleejtimes) on