—ফাইল চিত্র।
মাথায় বুলেট বিঁধেছিল চার দিন আগে। চার দিন পর তিনি বুঝলেন কোথাও একটা গোলমাল হয়েছে। চিকিৎসকের কাছে গিয়ে অস্বস্তির কথা জানাতেই পরীক্ষা করে দেখা গেল তাঁর মাথায় একটি বুলেট বিঁধে রয়েছে।
ব্রাজিলের ঘটনা। যাঁর সঙ্গে হয়েছে তাঁর বয়স ২১। নাম ম্যাটিউস ফ্যাসিও। তাঁর মাথায় যখন গুলি লাগে, তখন রিও ডি জেনেইরোর সৈকতে পার্টিতে মত্ত ছিলেন ম্যাটিউস। চিকিৎসককে তিনি জানিয়েছেন, তাঁর মাথায় একটা কিছুর আঘাত লেগেছিল, তা তিনি বুঝতে পেরেছিলেন। কিন্তু সেই আঘাত কিসের তা তিনি বুঝতে পারেননি। তাঁর মনে হয়েছিল কেউ তাঁকে ঢিল বা পাথর জাতীয় কিছু ছুড়েছে। তাই তিনি পাত্তা দেননি।
নারায়ণ দেবনাথের বাঁটুল দি গ্রেট কমিকসে বাঁটুলের গায়ে গুলি লেগে ছিটতে যেত। গায়ে গুলি লাগলে বাঁটুলের মনে হত মশা কামড়াচ্ছে। ব্রাজিলের ম্যাটিউসেরও সেই একই দশা। মাথায় বুলেট নিয়ে চার দিন সৈকতে পার্টি করে সে। চারদিন পরে হঠাৎই হাতের আঙুল অসাড় হতে শুরু করে। ডান হাতেও অস্বস্তি হতে থাকে। চিকিৎসকের কাছে গেলে জানা যায় মাথার এমন অংশে বুলেট বিঁধেছে ম্যাটিউসের যেখান থেকে ডান হাতের কাজ চালিত হয়।
চিকিৎসকেরা এরপরে ম্যাটিউসের মস্তিষ্কে অপরেশন করেন। ২ ঘণ্টার অস্ত্রোপচারের পর তাঁর মাথা থেকে বের করে আনা হয় ওই বুলেটটি। আপাতত ম্যাটিউস সুস্থ আছেন বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।