bizarre

Bizarre: হাসপাতালে পাইপ বিভ্রাট, ৩০ বছর ধরে বাথরুমের জল খেলেন রোগী থেকে চিকিৎসক!

জাপানের সুইতায় রয়েছে ওসাকা বিশ্বাবিদ্যালয়ের হাসপাতাল। সেখানেই বছরের পর বছর ধরে ভুল করে ঘটেছে এই ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২১ ০৮:৪৩
Share:

ওসাকা বিশ্বাবিদ্যালয়ের হাসপাতাল। ছবি টুইটার থেকে।

বাথরুমে ব্যবহারের জল খেয়েছেন রোগীরা। এক আধ দিন নয়। প্রায় ৩০ বছর ধরে। ওই হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীরা আরও বেশি ভুক্তভোগী। জাপানের এক হাসপাতালে সম্প্রতি সামনে এসেছে এই ঘটনার কথা। এখন দেখা হচ্ছে বাথরুমে ব্যবহারের অপরিশোধিত জল পান করে তাঁদের শরীরে কোনও প্রভাব পড়েছে কি না।

Advertisement

জাপানের সুইতায় রয়েছে ওসাকা বিশ্বাবিদ্যালয়ের হাসপাতাল। সেখানেই বছরের পর বছর ধরে ভুল করে ঘটেছে এই ঘটনা। গত ২০ অক্টোবর বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। স্থানীয় এক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে এই খবর।

বিষয়টি নিয়ে তদন্তের পর দেখা গিয়েছে, মেডিক্যাল বিভাগের প্রায় ১২০টি জলের কলে ভুল পাইপের সংযোগ ছিল। ১৯৯৩ সালে খোলা হয়েছিল এই হাসপাতাল। তখন থেকেই ছিল এই সমস্যা। যার জেরে বাথরুমে ব্যবহারের জল খেতে হয়েছে রোগী থেকে চিকিৎসক, নার্স এবং ওই বিভাগে কর্মরত অন্য কর্মীদেরও।

Advertisement

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, কল-বিভ্রাট নজরে এসেছে হাসপাতালে নতুন জল পরিশোধন প্ল্যান্ট তৈরির সময়। তা বানাতে গিয়ে কলের পাইপের উৎস জানা যায়। তার পর সামনে এসেছে গোটা বিষয়। কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছেন। ইতিমধ্যেই পাইপগুলি বদলানোও হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement