ফাইল ছবি।
উপহার পেতে কার না ভাল লাগে। কিন্তু এই ভাবে উপহার পাওয়ার চেষ্টা খুব কমই দেখা গিয়েছে। প্রিয় ইউটিউবারের কাছে আইফোন উপহার চেয়ে বসলেন এক ফলোয়ার। সেই ইমেলের উত্তরও দিয়েছেন ওই ইউটিউবার। পরে তাঁদের কথোপকথনের স্ক্রিনশট টুইট করেছেন তিনি।
মার্কাস ব্রাউনলি নামে এই মার্কিন ইউটিউবার, এমকেবিএইচডি নামে বেশি পরিচিত। হাইটেকগ্যাজেট, নতুন নতুন মোবাইল, কম্পিউটারের খুঁটিনাটি নিয়ে ভিডিয়ো বানান। তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা এক কোটির উপর।
মার্কাসকে ইমেলে তাঁর এক ফলোয়ার লেখেন, ‘‘জানি না কী ভাবে বলব, এটা খুবই অদ্ভুত একটি অনুরোধ। আপনি যদি আমাকে একটি ‘আইফোন এক্সআর’ বা ‘আইফোন ১১’ উপহার দেন তবে আমি খুব খুশি হব।’’
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনের ফল, নিজের বাচ্চাদের খেয়ে ফেলার প্রবণতা বাড়ছে মেরু ভাল্লুকদের
এর উত্তরে মার্কাস লিখেছেন, ‘‘তাঁর কাছে উদ্বৃত্ত কোনও ফোন নেই... কাউকে দেওয়ার মতো। এই রকম অনুরোধ করা বন্ধ করুন’। সেই সঙ্গে তিনি একটি কান্নার ইমোজি দিয়ে দেন।
আরও পড়ুন: ৭৭ পড়ুয়াকে মল খাওয়ানোর অভিযোগে বরখাস্ত ২ স্কুল ছাত্র
এই কথোপকথনের স্ক্রিন শট টুইট করার পর আরও একটি টুইট করেন ব্রাউনলি। সেখানে এক বৃদ্ধের ছবি, তার নীচে লেখা, ‘‘আমি আরও একবার ফ্রি আইফোন ১১ চাইছি।’’ তবে এই ধরনের অনুরোধ যে একদমই পছন্দ করছেন না, ব্রাইনলি তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
দেখুন সেই পোস্ট: