ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজ। ছবি: সংগৃহীত।
বার্জে করে নিয়ে যাওয়া হচ্ছিল একটি ক্রেন। ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজের নীচে দিয়ে বার্জটি যাওয়ার সময়, ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুর একটি কাঠামো।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনা ব্রুকলিন সেতুর উপরে কোনও প্রভাব ফেলেনি। চলতি মাসের ১৯ তারিখ ঘটনাটি ঘটলেও, আজ ঘটনার ভিডিয়ো সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত বুধবার ব্রুকলিন ব্রিজের নীচে দিয়ে একটি বার্জ যাচ্ছিল। সেই সময় সেটিতে থাকা একটি ক্রেনের ধাক্কা লাগে সেটিতে। সেখানে উপস্থিত অনেকে খবর দিলে ঘটনাস্থলে দমকলকর্মীরা পৌঁছন। বিষয়টি খতিয়ে দেখে তাঁরা জানান, মূল ব্রিজটির কোনও ক্ষতি না হলেও সেটির নীচে থাকা কাঠামোর একাংশের ক্ষতি হয়েছে। ওই ঘটনায় কোনও ব্যক্তির আঘাত লাগেনি।
তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।