Baby

২৭ বছরের পুরনো ভ্রুণ থেকে জন্ম নিল মলি

নক্সভিলে ন্যাশনাল এমব্রয় ডোনেশন সেন্টারে ১৯৯২ সালের অক্টোবরে মলির ভ্রুণ সংরক্ষণ করে রাখা হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

নক্সভিল শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ১৯:৩১
Share:

মিলি। সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া ছবি।

মলি, বয়স মাত্র ১ মাস। তবে তর্কের খাতিরে তার বয়স ২৭ বছরও বলতে পারেন। কারণ, যে ভ্রুণ থেকে মলির জন্ম হয়েছে সেটি ২৭ বছর আগে সংরক্ষণ করা হয়েছিল। সম্প্রতি সেই ভ্রুণ থেকে আমেরিকার টেনিসির নক্সভিলে জন্ম নিল এই কন্যা সন্তান। তিন বছর আগে তার দিদি এমার জন্ম হয়েছিল ২৪ বছরের পুরনো ভ্রুণ থেকে।

Advertisement

এ বার দিদির রেকর্ড ভেঙে দিল মলি। নতুন রেকর্ডের দিকে অবশ্য বিশেষ নজর নেই মলির মা টিনা এবং বাবা বেন গিবসনের। তাঁরা পরিবারে নতুন অতিথিকে পেয়ে খুব খুশি।

নক্সভিলে ন্যাশনাল এমব্রয় ডোনেশন সেন্টারে ১৯৯২ সালের অক্টোবরে মলির ভ্রুণ সংরক্ষণ করে রাখা হয়েছিল। টিনা এবং বেন গিবসন যোগাযোগ করেন ওই সংস্থার সঙ্গে। এই বছর ফেব্রুয়ারিতে টিনা সেই সংরক্ষিত ভ্রুণ থেকে গর্ভবতী হন। মাস খানেক আগে জন্ম দেন কন্যা সন্তানের।

Advertisement

টিনা এবং বেন বছর তিনেক আগেও এই ভাবে মা হয়েছিলেন। ২০১৭ সালে নভেম্বর মাসে জন্ম নেয় এমা। এমা এবং মলির ভ্রুণ সম সাময়িক। আর দুই মেয়ের মা টিনার বয়স এখন ২৮। ফলে এক দিক থেকে দেখতে গেলে দুই মেয়ের থেকে টিনার বয়স মাত্র ১ বছর বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement