Libya

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, মৃত ৭৪

বৃহস্পতিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে শিশু, মহিলা-সহ ১২০ জন শরণার্থী ওই নৌকায় চেপে ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ০৩:৫৭
Share:

প্রতীকী ছবি।

, ১৩ নভেম্বর: নিরাপদ আশ্রয়ের খোঁজে সমুদ্রপথে পাড়ি দিয়েছিলেন তাঁরা। লিবিয়ার উপকূলে নৌকাডুবি হয়ে মারা গেলেন তাঁদের মধ্যে কমপক্ষে ৭৪ জন শরণার্থী। ৪৭ জনকে জীবিত উদ্ধার করেছেন উপকূল রক্ষী বাহিনী এবং ধীবরেরা।

Advertisement

রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে শিশু, মহিলা-সহ ১২০ জন শরণার্থী ওই নৌকায় চেপে ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছিলেন। ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে বন্দর শহর খোমসের উপকূলের কাছে ডুবে যায় নৌকাটি। খবর পাওয়ার পরেই উদ্ধারকাজে নামে উপকূলরক্ষী বাহিনী। উদ্ধারকাজে হাত লাগান ধীবরেরাও। ৩১ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, নিaখোঁজ রয়েছেন কিছু যাত্রী।

এই নিয়ে গত অক্টোবর থেকে লিবিয়ার উপকূলে আটটি নৌকাডুবির ঘটনায় প্রাণ গিয়েছে প্রায় ২৫০ জনের। দু’দিন আগেই ভূমধ্যসাগরে নৌকা ডুবে ১৯ জন মারা যান। রাষ্ট্রপুঞ্জের হিসেব বলছে, চলতি বছরে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবি হয়ে মারা গিয়েছেন প্রায় ৯০০ জন শরণার্থী। গত সাত বছরে নিশ্চিন্ত জীবনের খোঁজে সমুদ্রপথে পাড়ি দিয়ে প্রাণ খুইয়েছেন অন্তত ২০ হাজার মানুষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement