চুনলির গাড়ির ভিতর থেকে কিছু কাগজপত্র পাওয়া গিয়েছে বলে রয়টার্স সূত্রের খবর। প্রতীকী ছবি।
সাত সহকর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল এক প্রবাসী খামারকর্মীর বিরুদ্ধে। সোমবার সান ফ্রান্সিসকোর কাছে হাই মুন বে শহরের মাশরুম তৈরির খামারে নিজের সহকর্মীদের খুন করেছেন ৬৬ বছর বয়সি চুনলি জাও। খুনের দায়ে অভিযুক্ত চুনলিকে বুধবার আদালতে পেশ করা হয়েছে।
রয়টার্স সূত্রের খবর, আমেরিকার প্রবাসী হলেও চুনলি মূলত চিনের বাসিন্দা। দশ বছর ধরে আমেরিকায় রয়েছেন তিনি। এই মামলার শুনানির সময় এক জন মান্ডারিন ভাষার অনুবাদকও উপস্থিত ছিলেন বলে জানা যায়।
শুনানির পর ডিসট্রিক্ট অ্যাটর্নি সাংবাদিককের জানান, চুনলি আইনি পদ্ধতি মেনে আমেরিকায় প্রবেশ করেছেন কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে, চুনলির গাড়ির ভিতর থেকে কিছু কাগজপত্র পাওয়া গিয়েছে বলে রয়টার্স সূত্রের খবর। কিন্তু ওই কাগজে কী লেখা রয়েছে তা অ্যাটর্নির তরফে জানানো হয়নি। ১৬ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। তত দিন পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবেন চুনলি।