Dhaka Death

ঢাকায় লঞ্চে ওঠার সময়ে পড়ে মৃত ৫

সদরঘাটে ১১ নম্বর পন্টুনে পাশাপাশি দাঁড়িয়ে ছিল দু’টি লঞ্চ এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১। এমভি ফারহান নামে আর একটি লঞ্চ মাঝে ঢুকে পড়ায় তশরিফ-৪ নামে লঞ্চটির রশি ছিঁড়ে যায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ০৬:১৬
Share:

রয়টার্সের প্রতীকী ছবি।

ঢাকা সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে জলে পড়ে মারা গিয়েছেন ৫ জন। এর মধ্যে একটি শিশু-সহ ৩ জন একই পরিবারের। বৃহস্পতিবার ইদের দিনে এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য লঞ্চটির রশি ছিঁড়ে যাওয়াকে কারণ বলে জানিয়েছে নৌ-পুলিশ।

Advertisement

সদরঘাটে ১১ নম্বর পন্টুনে পাশাপাশি দাঁড়িয়ে ছিল দু’টি লঞ্চ এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১। এমভি ফারহান নামে আর একটি লঞ্চ মাঝে ঢুকে পড়ায় তশরিফ-৪ নামে লঞ্চটির রশি ছিঁড়ে যায়। সেটিতে তখন যাত্রীদের ওঠানামা চলছিল। পাশ থেকে লঞ্চের ধাক্কা এবং রশি ছিঁড়ে যাওয়ায় লঞ্চটি ঘাট থেকে অনেকটা পিছিয়ে যায়। সেই সময়েই বেশ কয়েক জন বুড়িগঙ্গার জলে পড়ে যান। পরে তাঁদের মধ্যে ৫ জন মৃত বলে জানায় হাসপাতাল।

মৃতদের মধ্যে এক স্বামী-স্ত্রী, মহম্মদ বেলাল (৩০), মুক্তা (২৪) এবং তাঁদের চার বছরের কন্যা রয়েছেন। মৃত অন্য দু’জন রিপন হাওলাদার (৩৮) ও রবিউল আলম (১৯)।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement