প্রতীকী ছবি।
ক্যালিফর্নিয়ায় বন্দুকবাজের হামলায় প্রাণ হারালেন চার জন। সেখানকার স্যান হোয়াকিন উপত্যকার কার্ন কাউন্টির ওয়াস্কো শহরে রবিবারের এই ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন সেখানকার শেরিফের দফতরে ডেপুটি পদে কর্মরত এক অফিসারও। পুলিশ সূত্রের খবর, তাদের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে ওই বন্দুকবাজেরও।
কার্ন কাউন্টির শেরিফ ডনি ইয়ংব্লাড সোমবার জানিয়েছেন, নিহত ডেপুটির নাম ফিলিপ ক্যাম্পাস (৩৫)। আততায়ীর পরিচয় প্রকাশ করা হয়নি। বাকি তিন নিহতেরা আততায়ীর স্ত্রী এবং ১৭ ও ২৪ বছরের দুই ছেলে। ঘটনার সূত্রপাত রবিবার দুপুর ১টা নাগাদ। স্ত্রী ও ছেলেদের উপর বন্দুক নিয়ে চড়াও হয়েছিল অভিযুক্ত। প্রতিবেশীরা বিষয়টি শেরিফের দফতরে ফোন করে জানান। পৌঁছয় পুলিশ। পুলিশকে দেখেই জানলা থেকে গুলি ছুড়তে থাকে ওই বন্দুকবাজ। তাতেই জখম হন ফিলিপ ও আরও এক জন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ফিলিপের। পুলিশের অনুমান, তার আগেই স্ত্রী ও ছেলেদের খুন করে সে। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ফের বাড়ির ছাদে উঠে একে-৪৭ রাইফেল ও একটি হ্যান্ডগান নিয়ে গুলি ছুড়তে থাকে আততায়ী। তখনই, পুলিশের ছোড়া পাল্টা গুলিতে মৃত্যু হয় তার। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্ভবত পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা