Bizarre

ঘুড়িতে জড়িয়ে উড়ে গেল তিন বছরের মেয়ে, দেখুন কী ভাবে উদ্ধার করা হল তাকে

দুর্ঘটনাবশত ঘুড়ির সঙ্গে উপরে উঠে গেলেও গুরুতর আঘাত লাগেনি ওই বাচ্চা মেয়েটির। তবে তার শরীরের বেশ কিছু জায়গা ছড়ে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২০ ১৫:৫০
Share:

তাইওয়ানের সমুদ্র সৈকতে চলছিল ঘুড়ি উৎসব। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

তাইওয়ানের নানলিওয়াও সৈকতে চলছিল ঘুড়ি উৎসব। তা দেখতে সমুদ্রের ধারে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। সেখানে বিশালাকার একটি ঘুড়ি ওড়ানোর সময় তিন বছরের একটি মেয়ে জড়িয়ে যায় ঘুড়িতে। তাকে নিয়েই আকাশে উড়তে থাকে ঘুড়িটি। সেই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Advertisement

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিশালকার কমলা রঙের একটি ঘুড়ি ওড়ানোর প্রস্তুতি চলছে। সেই ঘুড়ি উড়ে যেতেই ভেসে আসছে একটি বাচ্চা মেয়ের চিৎকার। ঘুড়ির সঙ্গে আকাশে উড়ছে সে, আর ভয়ে চিৎকার করছে। তা দেখে সেখানে উপস্থিত জনতাও তাকে নামিয়ে আনার জন্য চিৎকার করছেন। তার পর নীচে থাকা কর্মীরা তাকে নামিয়ে আনলেন।

জানা গিয়েছে, দুর্ঘটনাবশত ঘুড়ির সঙ্গে উপরে উঠে গেলেও গুরুতর আঘাত লাগেনি ওই বাচ্চা মেয়েটির। তবে তার শরীরের বেশ কিছু জায়গা ছড়ে গিয়েছে। ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছেন সিনচুই শহরের মেয়র লিন ছি চেইন। এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে তিনি জানিয়েছেন, প্রবল হাওয়ায় জনগণের নিরাপত্তার জন্য আপাতত সেখানে অন্যান্য অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে ভবিষ্যতে তা দেখা হবে বলেও জানিয়েছেন তিনি। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: প্রথম দশে লাতিন আমেরিকার পাঁচ

আরও পড়ুন: চিন সাগরে পৌঁছেছিল ভারতের যুদ্ধজাহাজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement