ব্রাসেলস বিমানবন্দর চত্বর
বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটল ব্রাসেলস বিমানবন্দরে। প্যারিস হামলার ধাঁচেই।
একটা নয়, পর পর দু’টো বিস্ফোরণ। তার কিছু ক্ষণ পরেই আবার বিস্ফোরণ হল ব্রাসেলস মেট্রো স্টেশনে।
বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারালেন ২৬ জন। গুরুতর জখম হয়েছেন প্রায় শতাধিক মানুষ। যদিও সরকারি ভাবে বলা হচ্ছে জখম হয়েছেন ৩৫ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ব্রাসেলসে থাকা ভারতীয়রা নিরাপদেই রয়েছেন বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ব্রাসেলসে ভারতীয় রাষ্ট্রদূত মঞ্জীব পুরির সঙ্গেও ঘণ্টায় ঘণ্টায় যোগাযোগ রেখে চলা হচ্ছে বলে জানিয়েছেন সুষমা। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দিল্লি ও মুম্বই থেকে ব্রাসেলসগামী সবকর্টি উড়ানই অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার কথা জানিয়েছে জেট এয়ারওয়েজ। টুইট করে ব্রাসেলসে জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে আইএস ওই ঘটনার দায় স্বীকার করেছে।
আরও পড়ুন- রাউলের সঙ্গে কথা, আশাবাদী ওবামাও
আরও দেখুন
• বিস্ফোরণে রক্তাক্ত ব্রাসেলসের ছবি
আরও পড়ুন- ওই সময় ব্রাসেলস বিমানবন্দরেই ছিলেন গায়ক অভিজিতের স্ত্রী, পুত্র
আর ঠিক সেই বিস্ফোরণের ঘটনাটা ঘটল বেলজিয়াম পুলিশের হাতে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সালাহ আবদেলসালাম ধরা পড়ার চার দিন পরেই। আবদেলসালাম নভেম্বরে প্যারিস হামলার ঘটনার অন্যতম প্রধান চক্রী ছিলেন। আত্মঘাতী জঙ্গি আবদেলসালাম জড়িত ছিলেন প্যারিসের অদূরে, স্তাঁদ দ্য ফ্রাঁসে স্টেডিয়ামে হামলার ঘটনায়। জেরায় তিনি কবুল করেছেন, শেষ মূহুর্তে আত্মহত্যা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই আত্মঘাতী জঙ্গি। প্যারিস হামলার পর পরই বেলজিয়ামে হানাদারির হুমকি দিয়েছিল আইএস জঙ্গিরা। বেশ কয়েক বছর ধরেই আইএস জঙ্গিদের আশ্রয় নেওয়ার বড় জায়গা হয়ে উঠেছিল বেলজিয়াম। তারা বেলজিয়ামেই অস্ত্র প্রশিক্ষণ নিত। নভেম্বরে প্যারিসে হামলা চালানোর পরেই আবদেলসালাম সহ আইএসের বেশ কয়েক জন জঙ্গি সীমান্ত পেরিয়ে বেলজিয়ামে গা ঢাকা দেয়। দিন চারেক আগে আবদেলসালাম ধরা পড়ে বেলজিয়াম পুলিশের হাতে।
এ দিনের ঘটনার পর পরই ব্রাসেলস বিমানবন্দর, রেল স্টেশন, সমুদ্র বন্দর আর তার লাগোয়া এলাকাগুলিতে জারি হয়েছে কড়া নিরাপত্তা। গোটা বিমানবন্দর চত্বর ফাঁকা করে দেওয়া হয়েছে। বেলজিয়াম পুলিশ জানাচ্ছে, ব্রাসেলস বিমানবন্দরে হামলার ঘটনাটি ঘটিয়েছে আইএসের আত্মঘাতী জঙ্গিরা।
ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে আগামী ৩০ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেলজিয়াম সফর অপরিবর্তিত থাকছে।
বেলজিয়ামে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা বিস্তারিত অনুসন্ধানের জন্য নিম্ন লিখিত নম্বর গুলিতে যোগাযোগ করতে পারেন-
+৩২ ২৬৪০৯১৪০
+৩২ ২৬৪৫১৪৫০
+৩২ ৪৭৬৭৪৮৫৭৫