হামলা মোকাবিলায় তৎপরতা ভিয়েনা পুলিশের। ছবি: টুইটার থেকে নেওয়া।
ফ্রান্সের পর এ বার অস্ট্রিয়া। সন্ত্রাসের নিশানায় সে দেশের রাজধানী শহর ভিয়েনা। সোমবার রাতে (ভারতীয় সময় মঙ্গলবার সকাল) ভিয়েনার একাধিক জায়গায় হামলা চালিয়েছে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজেরা। গুলিতে নিহত হয়েছেন অন্তত ৩ জন। আহতের সংখ্যা বহু। পুলিশের পাল্টা গুলিতে খতম হয়েছে এক হামলাকারীও।
অস্ট্রিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী কার্ল নেহমার এ দিন বলেন, ‘‘আমরা নিশ্চিত, কোনও জঙ্গি সংগঠনই এই হামলা চালিয়েছে।’’ ভিয়েনার মেয়র মাইকেল লুডউইগের দাবি, গুলিতে বেশ কয়েকজন মারাত্মক জখম হয়েছেন। ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার জন্য দায়ী।
ঘটনার জেরে সতর্কতা জারি করেছেন ভিয়েনার ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ। জঙ্গি হানার জেরে নয়াদিল্লির অস্ট্রিয়া দূতাবাসে আগামী ১১ নভেম্বর পর্যন্ত সাধারণের ‘প্রবেশ নিষেধ’ থাকবে।
ভিয়েনা পুলিশ জানিয়েছে, শহরে মধ্যবর্তী অংশে ইহুদিদের একটি উপাসনালয় (সিনাগগ) সামনে রাত ৮টা নাগাদ প্রথম হামলা হয়। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়ে হামলাকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কমান্ডো বাহিনী। এরই মধ্যে অন্য কয়েকটি অঞ্চল থেকেও হামলার খবর মেলে।
আরও পড়ুন: শুভেন্দু কী করবেন, ‘অধিকার’ দেখাবেন মেজ অধিকারী?
অস্ট্রিয়ায় চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ এই ঘটনাকে ‘সাম্প্রতিক কালের এক ভয়াবহ হামলা’ বলে চিহ্নিত করেছেন। তিনি বলেন, ‘‘আমরা সন্ত্রাসবাদীদের চিহ্নিত করবই।’’ অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী নেহমার জানান, ভিয়েনার ঘিরে তল্লাশি অভিযান শুরু হয়েছে। রাজধানী শহরে যাতায়াতের সমস্ত পথ সিল করে দিয়েছে নিরাপত্তাবাহিনী।
আরও পড়ুন: আল কায়দা যোগে ধৃত মাদ্রাসার শিক্ষক