Sharks

একে অপরের মাংস খুবলে নিচ্ছে ২ সাদা হাঙর, ভাইরাল ছবি

দক্ষিণ অস্ট্রেলিয়ার নেপচুন দ্বীপের জলে বিশালাকায় হাঙরদের লড়াইয়ের এ ছবি সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মে ২০২১ ১৩:৪৩
Share:

একে অপরের মাংস খুবলে নিতে চাইছে দুই দৈত্যাকায় সাদা হাঙর। ছবি: সংগৃহীত।

এ যেন দুই উন্মত্তের লড়াই! ধারালো দাঁত দিয়ে একে অপরের মাংস খুবলে নিতে চাইছে দুই দৈত্যাকায় সাদা হাঙর। তাদের লড়াইয়ের দাপটে যেন তুফান উঠেছে সমুদ্রের নীল জলে। দক্ষিণ অস্ট্রেলিয়ার নেপচুন দ্বীপের জলে বিশালাকায় হাঙরদের লড়াইয়ের এ ছবি সম্প্রতি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, নেপচুন দ্বীপের সমুদ্রে যে দুই সাদা হাঙরের লড়াই নিয়ে এত মাতামাতি, তা আসলে বেশ কয়েক বছর আগেকার ঘটনা। ২০১৯ সালে ‘ন্যাশনাল জিওগ্রাফিক’ চ্যানেলের জন্য ‘ক্যানিবাল শার্কস’-নামে নির্মিত তথ্যচিত্রের ফুটেজই নেটমাধ্যমে ছড়িয়েছে। যদিও ওই তথ্যচিত্রে যে লড়াইয়ের ছবি দেখা গিয়েছে, তা ’১৯-এর আগের ঘটনা বলে মনে করা হচ্ছে।

তবে শিকারী হাঙরদের লড়াইয়ের দিন-ক্ষণের দিকে নজর নেই নেটাগরিকদের একাংশের। তাঁরা দেখছেন, সফেন জলে দুই সাদা হাঙরের হিংস্র দানবতার ছবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement