Surgical Tool

১৮ মাস ধরে মহিলার পেটের ভিতরে আটকে থালার মতো যন্ত্র! কী ভাবে? ধন্দে চিকিৎসকেরা

সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, ওই যন্ত্রের সাহায্য অস্ত্রোপচারের সময় কাটা জায়গা ধরে রাখা হয়। ১৮ মাস আগে সন্তানের জন্ম দেওয়ার সময় যন্ত্রটি ওই মহিলার পেটে থেকে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

ওয়েলিংটন শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৯
Share:

—প্রতীকী ছবি।

সন্তানের জন্মের সময় চিকিৎসকের অসাবধানতায় পেটে ঢুকে গিয়েছিল অস্ত্রোপচারের যন্ত্র। এর পর ১৮ মাস ধরে মহিলার পেটের ভিতরে আটকে সেই যন্ত্র। নিউজিল্যান্ডের অকল্যান্ডে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। সরকারি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন মহিলার পরিবারের সদস্যেরা।

Advertisement

সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, ওই যন্ত্রের সাহায্য অস্ত্রোপচারের সময় কাটা জায়গা ধরে রাখা হয়। ১৮ মাস আগে সন্তানের জন্ম দেওয়ার সময় যন্ত্রটি ওই মহিলার পেটে থেকে যায়। এর পর ১৮ মাস ধরে প্রচণ্ড ব্যথায় ভুগছিলেন তিনি। সম্প্রতি তাঁকে পেটের পরীক্ষা করাতে বলেন চিকিৎসকেরা। এক্স-রেতে কোনও কিছু ধরা না পড়লেও সিটি স্ক্যানে দেখা যায়, খাবার থালার মতো দেখতে ওই যন্ত্রটি মহিলার পেটের মধ্যে আটকে রয়েছে।

সেই যন্ত্র কী ভাবে পেটের মধ্যে গেল, তা নিয়ে কোনও ব্যাখা দিতে পারেননি ওই সরকারি হাসপাতালের চিকিৎসকেরা। তবে নিউজ়িল্যান্ডের স্বাস্থ্য এবং প্রতিবন্ধী কমিশনার মোরাগ ম্যাকডয়েলের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, চিকিৎসকদের অসাবধানতার কারণেই যন্ত্রটি মহিলার পেটে চলে গিয়েছিল।

Advertisement

ম্যাকডয়েলের মতে, দু’বছর আগেও অকল্যান্ডের ওই হাসপাতালে এক জন রোগীর পেটের ভিতরে ভুলবশত একটি অস্ত্রোপচারের যন্ত্র রেখে দিয়েছিলেন চিকিৎসকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement