India

মনে নেই ঠিকানা, পাক জেলে আটকে ১৭ ভারতীয়

ছয় বছর হয়ে গিয়েছে, ওঁরা কেউই ঘরে ফিরতে পারেননি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ০৬:০৪
Share:

প্রতীকী ছবি।

ছয় বছর আগে ছুটি হয়ে গিয়েছে ওঁদের। সাজার মেয়াদ ফুরিয়েছে সেই কবে। তবু ওঁরা আজও পাকিস্তানের জেলে ‘বন্দি’।

Advertisement

ওঁরা সকলেই মানসিক প্রতিবন্ধী। সংখ্যায় মোট ১৭ জন। পাকিস্তানের দাবি, ওঁরা প্রত্যেকে ভারতের নাগরিক। কিন্তু নাম-সাকিন মনে করতে পারেন আর না কেউ। ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন মারফত ওঁদের ছবি পাঠানো হয়েছে এ দেশে। স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইটে গেলেই মিলবে তা। ছবি পাঠানো হয়েছে এ দেশের কেন্দ্রশাসিত অঞ্চল আর রাজ্যগুলিতেও। তবু খবর মেলেনি কারও পরিজনের। ছয় বছর হয়ে গিয়েছে, ওঁরা কেউই ঘরে ফিরতে পারেননি।

পাকিস্তানের নানা জেলে বন্দি ওই ১৭ জনের পরিচয় ২০১৫ সালেই প্রকাশ করেছিল পাকিস্তান। ওঁদের মধ্যে ৪ জন মহিলা। গুল্লু জান, আজমিরা, নকায়া আর হাসিনা— জেলেই নতুন নাম পেয়েছেন তাঁরা। পাকিস্তানের দাবি, ওঁরা ভারতের বাসিন্দা। কিন্তু এর বেশি কেউ কোনও তথ্য দিতে পারেন না। অনেকেরই বয়স হয়েছে। কারও কাছে নাগরিকত্বের প্রমাণ নেই। ওঁদের পরিবারের কেউ এগিয়ে না-এলে ওঁদের ভারতে ফেরানোও তাই সম্ভব নয়। সম্প্রতি ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক নির্দেশিকায় জানানো হয়েছে, ওঁদের বিষয়ে কেউ কোনও তথ্য দিতে পারলে যেন তৎক্ষণাৎ যোগাযোগ করা হয়।

Advertisement

দেশ ভাগ হওয়ার পরে নিয়ম করে দু’দেশের মধ্যে বন্দি বিনিময় হয়ে আসছে। নানা সময়ে ভারত-পাক সম্পর্কের উত্তাপ বাড়লেও এ বিষয়ে তার আঁচ পড়েনি কখনও। এ দেশে বন্দি পাকিস্তানি এবং পাকিস্তানে বন্দি ভারতীয়দের তালিকা বছরে দু’বার করে প্রকাশ করা হয়। এ বছরও সেই তালিকায় রয়েছে ওই ১৭ জনের নাম। ঘর খুঁজে পাওয়ার আশায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement