Iran

১৭ জন সিআইএ চরকে গ্রেফতার, দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড, দাবি ইরানের

ইরানের গোয়েন্দা দফতর এ বিষয়ে একটি বিবৃতিও জারি করেছে। সেখানে বলা হয়েছে, অনেক দিন ধরেই মার্কিন গুপ্তচরদের একটা চক্র সক্রিয় ভাবে কাজ করছিল। সেই চক্র ভেঙে দেওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

দুবাই শেষ আপডেট: ২২ জুলাই ২০১৯ ১৭:৪৪
Share:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। ফাইল চিত্র।

মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-র ১৭ জন চরকে গ্রেফতার করেছে ইরান। তাঁদের মধ্যে কয়েক জনকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে বলে সে দেশের সরকারি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

Advertisement

ইরানের গোয়েন্দা দফতর এ বিষয়ে একটি বিবৃতিও জারি করেছে। সেখানে বলা হয়েছে, অনেক দিন ধরেই মার্কিন গুপ্তচরদের একটা চক্র সক্রিয় ভাবে কাজ করছিল। সেই চক্র ভেঙে দেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১৭ জনকে। ধৃতেরা প্রত্যেকেই দেশের অর্থনীতি, পরমাণু, পরিকাঠামো, সেনা এবং সাইবার বিভাগের সঙ্গে জড়িত বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় নিযুক্ত থেকে গুপ্তচরবৃত্তি করছিলেন।

গত জুনেও ইরান এমনই একটি দাবি করেছিল। সম্প্রতি এই গ্রেফতারির সঙ্গে ইরানের আগের দাবির কোনও যোগসূত্র রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছে আমেরিকা। যদিও সিআইএ বা মার্কিন প্রশাসনের তরফে সিআইএ-র গুপ্তচরদের গ্রেফতারির বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি ।

Advertisement

মাসখানেক আগেই মার্কিন ড্রোন গুলি করে নামায় ইরান। সেই ঘটনা ঘিরে দু’দেশের মধ্যে উত্তেজনা রয়েছে। মার্কিন গুপ্তচর গ্রেফতার ও মৃত্যুদণ্ডের ঘটনা সেই উত্তেজনাকে আরও বাড়াল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: পৃথিবীর কক্ষপথে পৌঁছে গেল চন্দ্রযান-২, ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন: অফিসের আট তলা থেকে নীচে ঝাঁপ, মিন্টো পার্কে রহস্যমৃত্যু তরুণীর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement