আফগানিস্তানে ভেঙে পড়ল মার্কিন সেনা বিমান, মৃত ১১

সন্ত্রাসবিরোধী অপারেশন চালানোর সময়ে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ১১ জনের। শুক্রবার পূর্ব আফগানিস্তানে ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে ৬ জন মার্কিন সেনা এবং ৫ জন কনট্রাক্টর রয়েছেন। তাঁরা ন্যাটোর অধীনস্থ সেনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৫ ১০:০০
Share:

ছবি: টুইটার।

সন্ত্রাসবিরোধী অপারেশন চালানোর সময়ে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ১১ জনের। শুক্রবার পূর্ব আফগানিস্তানে ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে ৬ জন মার্কিন সেনা এবং ৫ জন কনট্রাক্টর রয়েছেন। তাঁরা ন্যাটোর অধীনস্থ সেনা। সন্ত্রাসবাদীদের দমন করতে আফগানিস্তানকে সাহায্য করছিলেন তাঁরা। সে সময়ই আচমকা মার্কিন বিমানটি ভেঙে পড়ে। তবে কী ভাবে এই দুর্ঘটনা তার কারণ এখনও জানা যায়নি। ঘটনায় পিছনে সন্ত্রাসের প্রমাণও মেলেনি বলে জানিয়েছেন এক মার্কিন সেনা আধিকারিক।

Advertisement

যদিও সন্ত্রাসের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুর্ঘটনাস্থলে এর আগেও বহু বার হামলা চালিয়েছে জঙ্গিরা। ২০১২ সালের ডিসেম্বরে জালালাবাদ বিমানবন্দরে এক আত্মঘাতী জঙ্গির হামলায় ৫ জনের মৃত্যু হয়। এটা ছিল ওই বছরের তৃতীয় হামলা। ন্যাটো ধাপে ধাপে সেনা প্রত্যাহার করায় মাত্র ১০ হাজার মার্কিন সেনা রয়েছে আফগানিস্তানে। তাঁরা মূলত আফগান জাতীয় নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement