ছবি: টুইটার।
সন্ত্রাসবিরোধী অপারেশন চালানোর সময়ে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ১১ জনের। শুক্রবার পূর্ব আফগানিস্তানে ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে ৬ জন মার্কিন সেনা এবং ৫ জন কনট্রাক্টর রয়েছেন। তাঁরা ন্যাটোর অধীনস্থ সেনা। সন্ত্রাসবাদীদের দমন করতে আফগানিস্তানকে সাহায্য করছিলেন তাঁরা। সে সময়ই আচমকা মার্কিন বিমানটি ভেঙে পড়ে। তবে কী ভাবে এই দুর্ঘটনা তার কারণ এখনও জানা যায়নি। ঘটনায় পিছনে সন্ত্রাসের প্রমাণও মেলেনি বলে জানিয়েছেন এক মার্কিন সেনা আধিকারিক।
যদিও সন্ত্রাসের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দুর্ঘটনাস্থলে এর আগেও বহু বার হামলা চালিয়েছে জঙ্গিরা। ২০১২ সালের ডিসেম্বরে জালালাবাদ বিমানবন্দরে এক আত্মঘাতী জঙ্গির হামলায় ৫ জনের মৃত্যু হয়। এটা ছিল ওই বছরের তৃতীয় হামলা। ন্যাটো ধাপে ধাপে সেনা প্রত্যাহার করায় মাত্র ১০ হাজার মার্কিন সেনা রয়েছে আফগানিস্তানে। তাঁরা মূলত আফগান জাতীয় নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেয়।