বিজেপির রাজ্য নেতা রীতেশ তিওয়ারি ও জেলা সভাপতি শুভ্র রায়চৌধুরী সহ দলের ৩৫ জন নেতা কর্মীর জামিন মঞ্জুর করল রায়গঞ্জ আদালত। বুধবার দুপুরে অভিযুক্তদের আদালতে তোলে পুলিশ। সেইসঙ্গে, আদালতের নির্দেশে ওই মামলার কেস ডায়েরিও পেশ করে। সরকারি আইনজীবী নীলাদ্রি সরকারের বক্তব্য, গুরুতর একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়েরের পরেও আদালত অভিযুক্তদের জামিন মঞ্জুর করায় তিনি বিস্মিত। রীতেশবাবুদের আইনজীবীর দাবি, যে সমস্ত অভিযোগে মামলা দায়ের হয়েছে, উপযুক্ত তথ্যপ্রমাণ সহ তা আদালতে পেশ করতে পারেনি পুলিশ। তাই জামিন মঞ্জুর হয়েছে। জামিন পাওয়ার পর আদালত চত্বরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা।