রাজ্যপালের কাছে কংগ্রেসের নালিশ

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি-সহ তিনটি বিষয়ে অভিযোগ জানাতে শনিবার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তের সঙ্গে দেখা করলেন কংগ্রেস পরিষদীয় দলের নেতা মহম্মদ সোহরাব, মানস ভুঁইয়া, মনোজ চক্রবর্তী এবং অপূর্ব সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:১২
Share:

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি-সহ তিনটি বিষয়ে অভিযোগ জানাতে শনিবার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তের সঙ্গে দেখা করলেন কংগ্রেস পরিষদীয় দলের নেতা মহম্মদ সোহরাব, মানস ভুঁইয়া, মনোজ চক্রবর্তী এবং অপূর্ব সরকার। তাঁদের অভিযোগ, কান্দি পুরসভার ঘটনার প্রেক্ষিতে অপূর্ববাবুর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতি শিলাদিত্য হালদারকেও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষকে জঙ্গলমহলের ওএসডি করে রাখা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। তিনটি ক্ষেত্রে রাজ্যপাল এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের হস্তক্ষেপ দাবি করেন কংগ্রেস নেতারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement