মমতার কাছে প্রভু

পশ্চিমবঙ্গের রেল প্রকল্পের কাজ কেমন এগোচ্ছে, তা খতিয়ে দেখতে বছরের শুরুতেই কলকাতা যাচ্ছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। রাজ্যে থমকে যাওয়া একাধিক রেল প্রকল্পের কাজে গতি আনতে আগামী ৭-৮ জানুয়ারি- দু’দিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন রেলমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৫ ০৪:৫১
Share:

পশ্চিমবঙ্গের রেল প্রকল্পের কাজ কেমন এগোচ্ছে, তা খতিয়ে দেখতে বছরের শুরুতেই কলকাতা যাচ্ছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। রাজ্যে থমকে যাওয়া একাধিক রেল প্রকল্পের কাজে গতি আনতে আগামী ৭-৮ জানুয়ারি- দু’দিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন রেলমন্ত্রী।

Advertisement

রেল বাজেটে রাজ্যকে বঞ্চনা করা হয়েছে বলে তৃণমূল নেতৃত্ব অভিযোগ এনেছিল। রেল মন্ত্রকের বক্তব্য যদিও একেবারেই আলাদা। মন্ত্রকের যুক্তি, দেশের অন্য রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গের প্রকল্পে বরাদ্দ কম হয়নি। এ ক্ষেত্রে বরং রাজ্যের নাম রয়েছে একেবারে উপরের সারিতেই।

তবে অর্থ বরাদ্দ সত্ত্বেও জমি জটের কারণে আটকে রয়েছে পশ্চিমবঙ্গের অধিকাংশ রেল প্রকল্পের কাজ। এই জট ছাড়াতেই কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রেলমন্ত্রী। আজ প্রভু বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গে আটকে থাকা বেশ কিছু প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা দরকার হয়ে পড়েছে। শহর-শহরতলির বিভিন্ন প্রান্তে মেট্রোর নির্মাণের কাজে যে জটিলতা দেখা দিয়েছে, তা নিয়েও আলোচনা করা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement