ছবি—বিশ্বরূপ বসাক।
‘কিক-টু-কানেন্ট’ নামের বাইক র্যালির মধ্যে দিয়েই ‘বেঙ্গল ট্রাভেল মার্টে’র প্রচার শুরু হয়ে গেল। রবিবার সকালে সিটি সেন্টার থেকে বাইক র্যালির সূচনা করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ বর্মা। র্যালিটি ইস্টার্ন বাইপাস, সেবক রোড, এনজেপি, বর্ধমান রোড, হিলকার্ট-সহ শহরের বিভিন্ন এলাকায় ঘুরে সরকারি অতিথি নিবাস মৈনাকে গিয়ে শেষ হয়। আগামী ২৬ ফেব্রুয়ারি শিলিগুড়ির শুরু হচ্ছে দুই দিনের বেঙ্গল ট্রাভেল মার্ট। রাজ্য পযর্টনকে তুলতে ধরতে এই ধরণের উদ্যোগ রাজ্য প্রথমবার বলে সরকারের তরফে জানানো হয়েছে। পযর্টন দফতর, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারের্টস অ্যাসোসিয়েশনের যৌথভাবে মার্টটির আয়োজন করেছ। ১২ টির উপর বিভিন্ন রাজ্যের পযর্টন দফতর-সহ ৮০টির মত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা মার্টে যোগ দেবে। আলোচনা, বিজনেস মিট, সেমিনার, ফাম ট্যুর ছাড়া দুইদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এর প্রচার হিসাবেই এদিন বাইক র্যালিটি হয়েছে।