প্রতীকী ছবি।
আগেই সরে দাঁড়ানোর কথা জানিয়েছিল এসইউসি। শেষ পর্যন্ত আগামী ২৬ নভেম্বরের ধর্মঘটের সমর্থনে বাম যুবদের ডাকা মিছিলে এল না যুব কংগ্রেসও। শহরে এর আগে হাথরস-সহ ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে যৌথ মিছিলে আমন্ত্রিত হয়েও আনুষ্ঠানিক ভাবে যোগ দেয়নি যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ। ফের এমন ঘটনায় উষ্মা তৈরি হয়েছে বাম শিবিরে।
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা ২৬ তারিখের ধর্মঘটকে এ রাজ্যে সমর্থন করছে কংগ্রেস। আইএনটিইউসি ধর্মঘটকারীদের মধ্যেই আছে। কিন্তু মঙ্গলবার সেই ধর্মঘটের সমর্থনে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে যুব কংগ্রেস যোগ দেয়নি। সিপিআই (এম-এল) লিবারেশনের যুব সংগঠন শামিল হয়েছিল মিছিলে। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খান সোমবার কৃষ্ণনগরে কংগ্রেসের মিছিলে গেলেও এ দিন জ্বর হওয়ার কথা বলে শহরের যুব মিছিল এড়িয়ে গিয়েছেন। সভাপতি অসুস্থ হলেও গোটা সংগঠনের কী হল, সেই প্রশ্ন উঠেছে বাম শিবিরে। কংগ্রেসের একটি সূত্রের বক্তব্য, দলের প্রদেশ নেতৃত্বের তরফেই যুব, ছাত্র-সহ বাকিদের রাশ টেনে ধরা হয়েছে।