শোকার্ত পরিজনেরা। (ইনসেটে) নিহত শেখ ইনসান। ছবি: কল্যাণ আচার্য
সকাল থেকে গ্রামে বোমাবাজি ও গুলির লড়াই চলছিল। তার মধ্যেই রাস্তায় বেরিয়ে গুলিতে খুন হলেন এক যুবক। সোমবার ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া থানার কল্যাণপুর গ্রামে। পুলিশ জানায়, নিহতের নাম ইনসান শেখ (২৪)। খুনের ঘটনায় সোমবার রাত পর্যন্ত লিখিত অভিযোগ হয়নি।
খুনের কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই ওই গ্রামে নকল সোনার মুদ্রার কারবার চলে। গ্রামের অনেকেই সেই কারবারে যুক্ত। এই কারবার ঘিরে অতীতেও অশান্ত হয়েছে কল্যাণপুর। বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিংহ বলেন, ‘‘এই হত্যার পিছনে নকল সোনার কারবারের ভূমিকা রয়েছে বলেই প্রাথমিক তদন্তে জেনেছি। ১১ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’
যদিও স্থানীয়দের একাংশ এবং নিহতের পরিবারের দাবি, তৃণমূলের দু’টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছিল। তার মাঝে পড়ে খুন হন ইনসান। এর আগেও এলাকা দখল ঘিরে সংঘর্ষ হয়েছে কল্যাণপুরে। নিহত যুবকের সম্পর্কিত দাদা রাজেশ শেখ বলেন, ‘‘ভাই সকাল ৭টা নাগাদ পাড়ার দোকানে চিনি আনতে গিয়েছিল। সেই সময় এক দল দুষ্কৃতী ওর উপরে চড়াও হয়। ভাইয়ের ডান কানের পাশে একটা গুলি লাগে। তা এফোঁড় ওফোঁড় করে দেয়। পায়েও গুলি লেগেছিল।’’ ঘটনাস্থলেই ইনসান মারা যান। বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি বলেন, ‘‘দু’টি সমাজবিরোধী গোষ্ঠীর মাঝে পড়ে ওই যুবক খুন হয়েছে। ’’