বিজেপি দফতরের দিকে বিক্ষোভ মিছিল

উন্নাওয়ের ধর্ষণ এবং তার পরে ধর্ষিতা ও তাঁর আইনজীবীকে প্রাণে মারার চেষ্টার ঘটনার জেরে বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ইস্তফা দিতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৯ ০৪:২৮
Share:

কংগ্রেসের বিক্ষোভ মিছিল। —নিজস্ব চিত্র।

উন্নাও-কাণ্ডের প্রতিবাদে এ বার কলকাতায় বিজেপি রাজ্য দফতর ঘেরাও অভিযানের চেষ্টা করল যুব কংগ্রেস। তাদের দাবি, উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলার হাল শোচনীয়। উন্নাওয়ের ধর্ষণ এবং তার পরে ধর্ষিতা ও তাঁর আইনজীবীকে প্রাণে মারার চেষ্টার ঘটনার জেরে বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ইস্তফা দিতে হবে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মহারাণা প্রতাপের মূর্তি থেকে এগোনোর পথে শুক্রবার মেডিক্যাল কলেজের কাছে অবশ্য যুব কংগ্রেসের মিছিল আটকে দেয় পুলিশ। রাস্তায় ধস্তাধস্তি বাধে। সেখানেই যোগীর কুশপুতুল পোড়ান যুব কংগ্রেস কর্মীরা। বিরোধী দলনেতা আব্দুল মান্নান, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খান ছিলেন ওই কর্মসূচিতে। উন্নাওয়ের ঘটনার প্রতিবাদে প্রতি রাজ্যেই সংগঠনকে এমন কর্মসূচি নিতে নির্দেশ দিয়েছে সর্বভারতীয় যুব কংগ্রেস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement