রাজ ভবনের সামনে যুব কংগ্রেসের বিক্ষোভ। নিজস্ব চিত্র।
কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে ফের পথে নামল যুব কংগ্রেস। নরেন্দ্র মোদী সরকারের ‘কালা আইনে’র প্রতিবাদে সোমবার রাজভবনের সামনে বিক্ষোভ দেখাল তারা। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খানের নেতৃত্বে পঙ্কজ সোনকার, হবিবুর রহমান, ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ ও নেতা-কর্মীরা রাজভবনের সামনে রাস্তায় বসে ধানের ছরা হাতে বিক্ষোভে শামিল হন। পোড়ানো হয় কৃষি বিলের প্রতিলিপি। রাজ্যপালের ভূমিকার বিরুদ্ধেও সরব হন তাঁরা। শাদাব বলেন, ‘‘কেন্দ্র কৃষকদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।’’