ঘটকপুকুরে 'ইয়ং বেঙ্গল'এর বিক্ষোভ অবস্থান।—নিজস্ব চিত্র।
আমপান-এ ক্ষতিপূরণের টাকা নয়ছয়ের প্রতিবাদে এবং সকল ক্ষতিগ্রস্ত মানুষের যথার্থ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিতে ঘটকপুকুর মোড়ে অবস্থান-বিক্ষোভ করল ‘ইয়ং বেঙ্গল’। ভাঙড়ের বিভিন্ন অঞ্ল থেকে ক্ষতিগ্রস্তেরা মঙ্গলবার অবস্থানে এসেছিলেন। প্রসেনজিৎ বসুদের এই সংগঠনের বক্তব্য, ভাঙড়-১ ও ২ নম্বর ব্লক মিলিয়ে ৩০ হাজারের বেশি মানুষ ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও ক্ষতিপূরণ প্রাপকদের তালিকা ব্লক বা পঞ্চায়েত দফতরে জনসমক্ষে প্রকাশ করা হয়নি। ইয়ং বেঙ্গলের দাবি, জনগণের ক্ষোভ বাড়ছে দেখে গত কয়েক দিনে প্রশাসনের তরফে কিছু লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে পাঠানো হয়েছে। কিন্তু কোন ভিত্তিতে এই টাকা দেওয়া হয়েছে, তা নিয়ে কোনও স্বচ্ছতা বা কোনও তালিকা নেই। বিডিও দফতরে আগে জানানো দাবির সুরাহা না হলে আরও তীব্র আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এ দিনের বিক্ষোভে।