Sandeshkhali Incident

সন্দেশখালি যেতে বাধার অভিযোগ

রাজ্যের নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। তবে সন্দেশখালির মহিলাদের পাশে দাঁড়ানো, আইনি সহায়তার বার্তা দিতে তাঁরা ফের সেখানে যাবেন বলে জানিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:০৬
Share:

উত্তপ্ত সন্দেশখালি। — ফাইল চিত্র।

বিভিন্ন বিরোধী দলের পরে এ বার সন্দেশখালি যেতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ার অভিযোগ করল কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কলকাতা প্রেস ক্লাবে শুক্রবার সংগঠনটির সভানেত্রী অর্চনা গুপ্ত, সম্পাদক রুমা ঘোষেরা অভিযোগ করেন, গত ১৯ ফেব্রুয়ারি সন্দেশখালির যাওয়ার পথে ন্যাজাটে তাঁদের আটকে দেয় পুলিশ। অর্চনা বলেন, “সন্দেশখালি-সহ রাজ্যে যা ঘটনা ঘটছে, তাতে লজ্জায় আমাদের মুখ কালো হয়ে যাচ্ছে।” রুমার অভিযোগ, “সন্দেশখালির মানুষের কথা যাতে জানতে না দেওয়া হয়, সে জন্যই আমাদের আটকানো হয়েছিল।” রাজ্যের নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। তবে সন্দেশখালির মহিলাদের পাশে দাঁড়ানো, আইনি সহায়তার বার্তা দিতে তাঁরা ফের সেখানে যাবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে সাংবাদিক গ্রেফতারের বিষয়েও প্রতিবাদ জানান তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্দেশখালি গিয়ে যাতে ‘নির্যাতিতা’ মহিলাদের পাশে দাঁড়ান, সে জন্যও আহ্বান জানিয়েছে নারী ও শিশু কল্যাণে কাজ করা সংশ্লিষ্ট সংগঠনটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement